অ্যাপশহর

অবাক কাণ্ড! বর্জ্য পেঁয়াজের খোসা থেকে সফট রোবট তৈরি করলেন ভারতের একদল বিজ্ঞানী

Soft Robot From Waste Onion Peels: বর্জ্য পেঁয়াজের খোসা থেকেই সফট রোবট তৈরি করে তাক লাগালেন দেশের একদল বিজ্ঞানী। অবাক মনে হলেও, এর আগে আইআইটির একদল গবেষক পেঁয়াজের খোসা থেকেই বিদ্যুৎ তৈরি করেছিলেন। কী ভাবে পেঁয়াজের খোসা থেকে রোবট তৈরি হল, আর কী ভাবেই বা তা মানুষের কাজে লাগবে, সেই সব কিছুই জেনে নিন।

Lipi 13 Aug 2021, 4:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বর্জ্য পেঁয়াজের খোসা থেকে কার্বন ন্যানো পার্টিকল ব্যবহার করে উন্নত ফটোমেকানিক্যাল ক্ষমতা সম্পন্ন নরম রোবটিক অ্যাকচুয়েটর তৈরি করেছেন বিজ্ঞানীদের একটি দল। মঙ্গলবার এমনই এক তথ্য জানানো হয়েছে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তরফে।
EiSamay.Com Onion Peels


অ্যাকচুয়েটরগুলি লো-পাওয়ারনিয়ার-ইনফ্রারেড জ্বালানোর ট্র্যাপ হিসেবে কাজ করতে পারে। বায়োইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের সাহায্যে কোনও সিগনালকে যান্ত্রিক গতিতে রূপান্তর করতে পারবে এই রোবট। যা ওষুধ ডেলিভারি, ওয়্যারেবল ও অ্যাসিস্টিভ ডিভাইস ও কৃত্রিম অঙ্গে ব্যবহার করা যাবে।


সফট রোবট বা অ্যাকচুয়েটরের মধ্যে রয়েছে রবারের মতো পলিমার এমবেডেড ন্যানোম্যাটরিয়াল, যা শক্তির উৎসকে যান্ত্রিক গতিতে রূপান্তর করে। জৈব-চিকিৎসা, সামরিক এবং রিমোট স্পেস অপারেশন বিভিন্ন ক্ষেত্রে সফট রোবট সম্পর্কে দিনে দিনে মানুষের আগ্রহ বাড়ছে। নমনীয়তা, সামর্থ্য এবং সহজ কাস্টোমাইজেশনের জন্যই সফট রোবটের উপরে আগ্রহ বাড়ছে মানুষের।

বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন কেনাকাটির জন্য উপলব্ধ! 3 ইঞ্চির স্ক্রিন, দাম মাত্র 7,421 টাকা
ডিএসটি-র পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, এই ন্যানোফর্মগুলির উচ্চ তাপ পরিবাহিতা স্থানীয়ভাবে তাপ এবং ফোটো-থার্মাল উদ্দীপনা সৃষ্টি করে। যা উৎপন্ন তাপকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে।

ফাইবার ব্রডব্যান্ড স্পিডকে ছুঁয়ে রেকর্ড করল এলন মাস্কের Starlink!
এই অ্যাকচুয়েটরগুলিকে ডেভেলপমেন্টের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য, হিট ট্র্যাপ তৈরি করা যেতে পারে। মূলত, উৎপাদিত তাপকে দীর্ঘ সময় ধরে রাখার জন্যই অর্জিত ফোটোমেকানিক্যাল অ্যাকচুয়েশন উন্নত করা যায়। ডিএসটি-র তরফে আরও বলা হয়েছে, 'অধ্যাপক এস কৃষ্ণা প্রসাদের নেতৃত্বে একটি দল বেঙ্গালুরুর সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস (সিইএনএস) -এ কার্বন ন্যানো পার্টিকেল ব্যবহার করে এমন সম্ভাবনা উপলব্ধি করেছেন।'

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল