অ্যাপশহর

ফোন চুরির পর এই ৮ কাজ করলে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হবে না!

Smartphone Stolen What To Do To Keep Money Safe: স্মার্টফোন চুরি হয়েছে। আর সেই স্মার্টফোনেই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে লগইনের পাসওয়ার্ড। ফোন তো হারিয়েছেনই। কিন্তু, টাকা সুরক্ষিত রাখতে যা করবেন, তা এখনই জেনে নিন।

Lipi 29 Jun 2021, 5:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনেই এখন জীবনের ব্যক্তিগত ও কাজের তথ্য অতি যত্নের সঙ্গে রেখে দেওয়া হয়। ইদানিংকালে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তার পরে অনেকেই ফোন থেকে টাকা লেনদেন শুরু করেছেন। অনেকেই মানে, যাঁদের কাছে দুই বছর আগেও ডিজিটাল পেমেন্ট ছিল বহু দূর কা বাত! কিন্তু ফোন চুরি হলে যে মহা সমস্যা। কারণ, একবার ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখাই একমাত্র জরুরি বিষয় হয়ে ওঠে। কিন্তু, স্মার্টফোন চুরি হওয়ার পরেও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখবেন কী ভাবে? জেনে নিন সহজ কিছু উপায়।
EiSamay.Com Smartphone Stolen


সিম কার্ড ব্লক করুন - ফোন চুরি হলে অন্য যে কোনও ফোন থেকে, টেলিকম কোম্পানির কাস্টোমার কেয়ারে যোগাযোগ করে সিম কার্ড ব্লক করুন। আজকাল যে কোনও অনলাইন লেনদেনের জন্য OTP-র প্রয়োজন হয়। সিম ব্লক হলে আর আপনার ফোনে লেনদেনের কোনও OTP আসবে না। তাই, ফোন চুরি হলে যত দ্রুত সম্ভব সিম কার্ড ব্লক করুন।

ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং ব্লক করুন - ব্যাঙ্কের কাস্টোমার কেয়ারে ফোন করে যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্লক করুন। কোনও কারণে আপনার ফোন থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড যে কেউ পেয়ে গেলেই সমস্যা। আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ যেন অন্য কেউ না পায়, তার জন্য ব্যাঙ্কের কাস্টোমার কেয়ারে ফোন করে ব্লক করা জরুরি। এছাড়াও, সিম ব্লক করলে OTP ও পাওয়া যাবে না, যা আপনার অ্যাকাউন্টকে অনেকটাই সুরক্ষিত করবে।

ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের মোবাইল নম্বর বদল - এর পরে ব্যাঙ্কে গিয়ে নিজের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর বদল করুন। এছাড়াও, আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার আবেদন জানান। তার পরই আপনি পুনরায় ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: চুরি বা হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে Google অ্যাকাউন্ট ডিলিট করবেন কী ভাবে?

আধারের মোবাইল নম্বর বদল করুন - চোর আপনার আধার অথেন্টিকেশনের অ্যাকসেস পেলে, তা ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আপনে পারে। তাই, আধার কেন্দ্রে গিয়ে আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর বদলে নিন।

UPI পেমেন্ট ডিঅ্যাকটিভেট করুন - অনলাইন ব্যাঙ্ক সার্ভিস ব্লক করার সঙ্গে ব্যাঙ্ক থেকেই UPI লেনদেন ডিঅ্যাক্টিভেট করে দিন। ফলে, আপনার ফোনে কোনও UPI অ্যাপ ইনস্টলড থাকলে, সেই অ্যাপ ব্যবহার করে লেনদেন বন্ধ হয়ে যাবে।

Paytm, Google Pay ও অন্যান্য অ্যাপ ব্লক করুন - আপনার ফোনে যে যে মোবাইল ওয়ালেট অ্যাপ ইনস্টল ছিল, সেই সব অ্যাপের কাস্টোমার কেয়ারে ফোন করে ওয়ালেট ব্লক করুন।

আরও পড়ুন: Android ফোন হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? এই সহজ উপায়ে খুঁজে নিন এখনই

সোশ্যাল মিডিয়া ব্লক করুন - চুরি যাওয়া ফোনের নম্বরের সঙ্গে যত সোশ্যাল অ্যাকাউন্ট ও ইমেল আইডি রয়েছে, সেগুলি সব ব্লক করে দিন।

নিকটবর্তী থানায় অভিযোগ করুন - এই সব কাজ করার পরে, নিকটবর্তী থানায় গিয়ে আপনার ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করুন। অভিযোগ জমা দেওয়ার পরে থানা থেকে FIR কপি নিতে ভুলবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে কোনও টাকা খোয়া গেলে, এই FIR-এর কপি কাজে লাগবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ক্লিক করুন এখানে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল