অ্যাপশহর

ছোট্ট একটা SIM Card সারা বিশ্বের সঙ্গে আপনার যোগাযোগ রাখে কী ভাবে?

SIM Card তো আমরা সকলেই ব্যবহার করি। কিন্তু ছোট্ট এই বস্তু কী ভাবে আপনার সঙ্গে সারা দুনিয়ার যোগাযোগ রাখে, কখনও ভেবে দেখেছেন? SIM Card সম্পর্কে এমনই সব অজানা তথ্য জেনে নেওয়া যাক।

Lipi 26 Jun 2021, 4:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। যোগাযোগকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ছোট্ট এই ডিভাইস। আর যে কোনও মোবাইলের প্রাণভোমরা হল একটি SIM Card, ডিভাইসের থেকে আকারে আরও কয়েক গুণ ছোট। সিম কার্ডের মাধ্যমেই প্রতিদিন মোবাইল ফোন থেকে কল ও ডেটা ব্যবহার করে চলেছেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, একটা ছোট্ট SIM কার্ড আপনাকে সারা দুনিয়ার সঙ্গে একসুতোয় বেঁধে রাখছে কী ভাবে? কী ভাবে সিম কার্ডের মাধ্যমে কল ও ডেটা ব্যবহার হয়? বিশ্বে মোট কত রকমের সিম কার্ড রয়েছে? আর সেই সিম কার্ডের সঙ্গেই যুক্ত রয়েছে আপনার ফোন নম্বর। এই SIM Card সম্পর্কেই জেনে নিন সব অজানা তথ্য।
EiSamay.Com SIM Card


SIM Card-এর ফুল ফর্ম কী?

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল (SIM)।

SIM Card কী ভাবে কাজ করে?

SIM Card ঢোকালেই ফোনে নেটওয়ার্ক দেখা যায়। যখনই ফোনে কোনও সিম কার্ড ঢোকানো হয়, তখনই তা কোম্পানির নিকটবর্তী টাওয়ারের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। GSM মোবাইলের ট্রান্সলেটর থেকে সিগন্যাল পাঠিয়ে এই কাজ সম্পন্ন হয়। এর পরেই আমরা যখন কোনও কল করি, তখনই কোম্পানির নিকটবর্তী টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন হয়। সিম কার্ডের মধ্যে থাকে সিরিয়াল নম্বর ও আইডেন্টিফায়েড কোডস। এছাড়াও, ছোট্ট SIM Card-এর মধ্যেই থাকে সব কনট্যাক্ট লিস্ট ও SMS-এর যাবতীয় তথ্য।

আরও পড়ুন: আপনার Aadhaar ব্যবহার করে কত SIM Card তোলা হয়েছে? কারাই বা ব্যবহার করছে? জানুন সব তথ্য

মোট কত ধরনের সিম কার্ড রয়েছে?

ফুল সিম - ফুল সিম এখন আর কেউ ব্যবহার করেন না। 1990 সালের দিকে এই ধরনের SIM ব্যবহৃত হতো। 86x54mm আকারের এই সিম কার্ডের অনেকটা অংশ প্লাস্টিক দিয়ে তৈরি করা হতো।

মিনি সিম - ফুল সিমের পরেই ব্যবহার শুরু হয় মিনি SIM Card। 1996 সালে প্রথম এই সিম তৈরি হয়েছিল। এর আকার 25x15mm। এই সিম কার্ডও আজকাল আর ব্যবহার হয় না। যদিও কিছু পুরনো ফোনে এখনও এই ধরনের মিনি সিম দেখা যায়।

মাইক্রো সিম - মিনি সিমের পরে শুরু হয় মাইক্রো সিমের ব্যবহার। 2003 সালে প্রথম এই সিম তৈরি হয়েছিল। মাইক্রো সিমের আকার 15x12mm। বেশ কয়েক বছর ধরে চালু ছিল মাইক্রো সিম কার্ড।

ন্যানো সিম - 2012 সালে এই সিম তৈরি হয়। মাইক্রো সিমের থেকেও ছোট এই সিম কার্ড। ন্যানো সিমের আকার 12.3x8.8mm। ভারতে 4G নেটওয়ার্ক শুরু হওয়ার পরে এই সিমের জনপ্রিয়তা বাড়ে। এখন নতুন সব ফোনেই এই ন্যানো সিম ব্যবহার করা হয়।

ই-সিম - 2016 সালে এই সিম চালু হয়। বৈদ্যুতিন সিম হওয়ার কারণে এই সিমের কোনও আকার নেই। এই মুহূর্তে হাতে গোনা কিছু ফোনে ব্যবহার হয় ই-সিম। আপনি চাইলে এই মুহূর্তের প্রায় সব টেলিকম নেটওয়ার্কের কাছ থেকে ই-সিম পেতে পারেন। যদিও, আপনার ফোনে তা সাপোর্ট করবে কী না, সেই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: Mobile Data অন করতেই নিমেষে সব শেষ? Android ফোনে ডেটা বাঁচানোর সহজ ট্রিকস, জানুন

SIM Card কত দিন পর্যন্ত টিকতে পারে?

একটা SIM Card-এর গড়পড়তা জীবন 2 থেকে 3 বছরের। যদিও, ব্যাপক ভাবে ব্যবহারের ফলে সেই লাইফ স্প্যান কমে 1 বছরও হতে পারে। আবার খুব যত্নের সঙ্গে ব্যবহার করলে তা 2-3 বছরেরও বেশি টিকতে পারে। তবে, সবথেকে মজাদার বিষয়টি হল, SIM Card-এর জীবন আপনি বাড়াতে পারেন অনেক কিছুর মাধ্যমে, যা মূলত টেলিকম কোম্পানিগুলিই আপনাকে দিয়ে করিয়ে নেয়।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল