অ্যাপশহর

SIM নেওয়ার সময় ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন, বিপদ নেই তো? জেনে নিন

ওই বায়োমেট্রিক ব্যবহার করে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য অসত্‍‌ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে টেলিকম সংস্থা?

EiSamay.Com 10 Sep 2017, 12:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সিম কার্ড নিতে গেলে মোবাইল সংস্থায় অনেক সময় ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ দিতে হচ্ছে। রিলায়েন্স জিও-র ক্ষেত্রেই যদি ধরা যায়। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, এই ফিঙ্গার প্রিন্ট দেওয়া কতটা নিরাপদ?
EiSamay.Com sim
SIM নেওয়ার সময় ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন, বিপদ নেই তো? জেনে নিন


তাহলে কি ওই মোবাইল সংস্থা আপনার বায়োমেট্রিক বিস্তারিত পেয়ে গেল? ওই বায়োমেট্রিক ব্যবহার করে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য অসত্‍‌ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে টেলিকম সংস্থা?

এই ধরনের ভয় যদি আপনার মনে বাসা বাঁধতে শুরু করে, তাহলে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কারণ, এরকম কোনও ভয় নেই।

প্রথমত, কোনও টেলিকম কোম্পানি আপনার বায়োমেট্রিক স্টোর করে রাখতে পারে না বা তাদের পক্ষে সম্ভবই নয়।

দ্বিতীয়ত, আপনার বায়োমেট্রিক নিয়েই তা UIDAI-কে পাঠাতেই হবে তত্‍‌ক্ষণাত্‍‌। গোটাটাই এনক্রিপ্টেড।

তৃতীয়ত, বায়োমেট্রিক স্টোর করে রাখা দণ্ডণীয় অপরাধ। ধরা পড়লে আধার আইনে তিন বছর পর্যন্ত জেল। এবং সংস্থার লাইসেন্সও বাতিল হতে পারে।

চতুর্থত, কোনও গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও ব্যক্তিগত পরিষেবায় টেলিকম কোম্পানির অ্যাকসেস থাকে না।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল