অ্যাপশহর

Samsung News: বাড়তে পারে TV-র দাম? Samsung এর বড় ঘোষণার পর বাড়ছে চিন্তা

সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, LED ডিসপ্লে তৈরি এবং তা বিক্রি করে আগে যে পরিমাণ লাভ করতে পারত Samsung এখন সেই তুলনায় লাভের পরিমাণ অনেকটাই কম হয়েছে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 1 Jun 2022, 11:13 am
মোবাইলের পর এবার LCD উৎপাদন বন্ধ করছে Samsung। সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে চলতি বছরের জুন মাসে তাদের সর্বশেষ LED উৎপাদন হবে। তারপর আর LED তৈরি করবে না এই কোরিয়ান টেক জায়ান্ট।
EiSamay.Com Samsung


কেন এই সিদ্ধান্ত?
জানা গেছে, LCD উৎপাদন করে সেভাবে লাভ করতে পারছে না Samsung। আর সেকারণে LCD-র বদলে Organic Light-Emiytting Diode (OLED) ডিসপ্লে আরও বেশি পরিমাণে উৎপান করতে চাইছে।

শুধু OLED না, Quantum Dot (QD) ডিসপ্লেও তৈরি করতে চাইছে Samsung। তাদের তরফে জানানো হয়েছে, বর্তমানে OLED ডিসপ্লে স্মার্টফোনে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। আর সেকারণে আরও বেশি পরিমাণে OLED এবং QD ডিসপ্লে তৈরি করতে চাইছে তারা।

সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, LED ডিসপ্লে তৈরি এবং তা বিক্রি করে আগে যে পরিমাণ লাভ করতে পারত Samsung এখন সেই তুলনায় লাভের পরিমাণ অনেকটাই কম হয়েছে।

যদিও নতুন করে অন্য কোনও খাতে বিনিয়োগ করা হবে কিনা সেবিষয়ে জানা যায়নি। কিন্তু বর্তমানে যাঁরা LCD বিজ়নেসে রয়েছেন তাঁদের সরাসরি QD বিজনেসে ট্রান্সফার করা হবে।

এদিকে LED ডিসপ্লে তৈরি বন্ধ করার পর অনেকেই মনে করছেন TV-র দাম আরও বাড়তে পারে। এর ফলে মধ্যবিত্তদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা।

এর কয়েকদিন আগে Samsung-এর তরফে ঘোষণা করা ছিল ফিচার ফোন তৈরি করবে না তারা। কারণ একাধিক ব্র্যান্ড বাজারে আসায় বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। আর সেকারণে কম দামের ফোন উৎপাদন বন্ধ করছে তারা।
Whatsapp Payment Cashback: এবার WhatsApp ব্যবহার করলেই মিলবে আকর্ষণীয় ক্যাশব্যাক, জানুন কী ভাবে?
Samsung ব্র্যান্ডের হয়ে স্মার্টফোন তৈরি করে Dixon নামে একটি সংস্থা। তবে এই সংস্থা মূলত কম দামের ফোন তৈরি করে। 2022 সালের ডিসেম্বর মাসের পর আর কোনও ফিচার ফোন বা কম দামের ফোন তৈরি করবে না তারা। চলতি বছরেই তারা সর্বশেষ ব্যাচের কম দামের ফোন তৈরি করবে।

সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, শুধুমাত্র 15 হাজার টাকা বেশি দামের ফোন তৈরি করবে তারা। কারণ সম্প্রতি স্মার্টফোনের বাড়বাড়ন্ত হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read -Samsung Mobile Phone: আর কম দামে ফোন বিক্রি করবে না Samsung! বড় ঘোষণা সংস্থার
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল