অ্যাপশহর

Starlink Satellite Internet: স্টারলিঙ্ক ইন্টারনেটে কারা বেশি সুবিধা পাবেন? জানুন

পরিষেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে 2 লাখেরও বেশি যন্ত্রাংশ এদেশে পাঠিয়েছে তারা। কিন্তু সবকিছুর ঠিকঠাক চললেও পথের কাঁটা কেন্দ্রীয় সরকারের অনুমতি। কারা বেশি সুবিধা পাবেন? জানুন...

EiSamay.Com 29 Dec 2021, 2:57 pm
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই ভারতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে যাবে স্টারলিঙ্ক। এবং তারপর পরিকাঠামো তৈরি করে আগামী বছরের শেষ থেকে ভারতে পরিষেবা দিতে শুরু করবে সংস্থাটি। পরিষেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে 2 লাখেরও বেশি যন্ত্রাংশ এদেশে পাঠিয়েছে তারা। কিন্তু সবকিছুর ঠিকঠাক চললেও পথের কাঁটা কেন্দ্রীয় সরকারের অনুমতি।
EiSamay.Com starlink


ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে Starlink! তৈরি 52 স্যাটেলাইট
ভারতে Starlink Satellite Communications Private Limited নামে লাইসেন্সের জন্য আবেদন করেছে। ইতিমধ্যে প্রি বুকিং শুরু করেছিল তারা। তাতে প্রায় সাড়ে 5 হাজার প্রি বুকিং অর্ডার পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকার তাদের প্রিবুকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তাই প্রি-বুকিং আপাতত বন্ধ রেখেছে। লাইসেন্স এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবকিছু ছাড়পত্র পাওয়ার পরে ফের অর্ডার নেওয়া শুরু হবে।

এলিয়েন আসবেই! প্রস্তুতি নিতে যাজক নিয়োগ NASA'র
  • ভারতে পরিষেবা-
স্টারলিঙ্ক হল স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার একটি সংস্থা। যারা মূলত লো অর্বিট স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যারা স্টারলিঙ্কের পরিষেবা নেবেন তাঁদের বাড়ি বা অফিস থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হবে।


  • কারা বেশি সুবিধা পাবেন?
কয়েকদিন আগে একটি নথি নিজের linkedin প্রোফাইলে শেয়ার করেছিলেন Starlink এর ভারতের প্রধান সঞ্জয় ভার্গভ। সেখানে তিনি জানিয়েছিলেন, গ্রামীণ ভারতের মানুষজন সবথেকে বেশি উপকৃত হবেন। কারণ প্রত্যন্ত এলাকায় এখনও সঠিকভাবে ফাইবার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা পৌঁছনো সম্ভব হয়নি। ফলে স্বাস্থ্য, শিক্ষার মতো অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব হয়না। সেই সব এলাকায় একমাত্র সুরাহা স্যাটেলাইট ইন্টারনেট।

Starlink-এর পরিষেবা নেওয়ার কথা ভাবছেন? আগেই স্পিড জেনে নিন
  • দাম কত হবে?
যেহেতু এখনও লাইসেন্স পায়নি সংস্থাটি তাই স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের খরচ কত হবে সেবিষয়ে চৃড়ান্ত কিছু জানানো হয়নি। কিন্তু সঞ্জয় ভার্গভের শেয়ার করা নথি থেকে এবিষয়ে বেশ কিছুটা আন্দাজ করা সম্ভব। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রথম বছরে Starlink ইন্টারনেটের খরচ 1 লাখ 58 হাজার টাকার আশপাশে হতে পারে।

এসবকিছুর মাঝেই স্টারলিঙ্ক নিয়ে খারাপ খবর শুনিয়েছে Ookla। কয়েকদিন আগে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, স্টারলিঙ্ক পরিষেবা দেওযার পরিধি বাড়ালেও স্পিড অনেকটাই কমেছে। ডাউনলোড এবং আপলোড স্পিডের ক্ষেত্রে এই ইন্টারনেট স্পিড কমেছে বলে জানানো হয়েছে। যদিও ভারতে কেমন স্পিড দেওয়া হবে সেবিষয়ে কিছু জানানো হয়নি।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল