অ্যাপশহর

Jio-র পরবর্তী লক্ষ্য ট্যাবলেট ও টিভি, কবে আসবে? জানুন

Reliance jio : এবার টিভি ও ট্যাবলেট লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Jio। পাশাপাশি ল্যাপটপ লঞ্চ করারও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বিস্তারিত জানুন...

Lipi 30 Nov 2021, 6:28 pm
সম্প্রতি Google এর সঙ্গে হাত মিলিয়ে সস্তা স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল Reliance Jio। তবে শুধুমাত্র স্মার্টফোনের দুনিয়ায় থেমে থাকতে রাজি নয় মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি একটি ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার টিভি ও ট্যাবলেট লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Jio। Jio TV ও Jio Tablet নামে এই ডিভাইসগুলি বাজারে আসতে পারে। রিপোর্টে আরও জানানো হয়েছে 2022 সালেই বাজারে এসে যেতে পারে এই প্রোডাক্টগুলি। এছাড়াও একটি ল্যাপটপ লঞ্চের পরিকল্পনা করছে মুকেশ আম্বানির কোম্পানি।
EiSamay.Com Reliance jio


তবে Jio TV ও Jio Tablet এ ঠিক কী কী স্পেসিফিকেশন থাকবে সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। মূলত বাজেট সেগমেন্টের গ্রাহকদের কথা মাথায় রেখেই এই প্রোডাক্ট নিয়ে আসছে Jio। স্মার্টফোন লঞ্চের সময়েও একই পথে হেঁটেছিল jio।

ডুয়াল ক্যামেরা, 90Hz ডিসপ্লে সহ ভারতে এল Redmi Note 11T 5G, দামও সাধ্যের মধ্যে
Jio Tablet এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Jio Tablet এ তুলনামূলক বড় ডিসপ্লে থাকতে পারে। অন্যান্য Android ট্যাবলেটের মতোই এই ট্যাবলেটেও থাকবে Google Play Store সাপোর্ট। তবে কম দামে লঞ্চ হওয়ার কারণে এই ট্যাবলেটে ব্যবহার করা হতে পারে Qualcomm এর এন্ট্রি-লেভেল চিপসেট।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্যাবে ব্যবহার করা হতে পারে Pragati OS। সম্প্রতি লঞ্চ হওয়া JioPhone Next স্মার্টফোনেও একই OS ব্যবহার হয়েছে। Google এর সঙ্গে হাত মিলিয়ে এই OS তৈরি করেছে Jio।

লঞ্চের পরে Samsung, Lenovo, Motorola, Realme-র বাজেট ট্যাবলেটকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। প্রসঙ্গত চলতি বছরেই বাজারে এসেছিল Realme-র প্রথম ট্যাবলেট।



Jio TV-র সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্টে জানানো হয়েছে Jio TV কেনার সময় টিভিতে সব OTT অ্যাপ ইনস্টল থাকতে পারে। এছাড়াও কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে যে সেট-টপ বক্স পাওয়া যায় তা এই টিভির সঙ্গেই মিলতে পারে। 91Mobiles এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে একাধিক ডিসপ্লে সাইজে এই টিভি বাজারে আসতে পারে। সাধারণ মানুষের বাজেটের মধ্যেই বাজারে আসবে JioTV।

লঞ্চ করেছে Android 12, কোন কোন ফোনে Update পৌঁছেছে? জানুন
এছাড়াও সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে কম্পানির প্রথম ল্যাপটপ তৈরির কাজ শুরু করে দিয়েছে Jio। কোম্পানির প্রথম ল্যাপটপ JioBook এ থাকতে পারে MediaTek MT8788 চিপসেট, 2GB RAM। যদিও অন্য এক রিপোর্টে জানানো হয়েছে এই ল্যাপটপে থাকতে পারে Snapdragon 665 চিপসেট ও Snapdragon X12 4G মোডেম। এছাড়াও JioBook এ থাকতে পারে HD (1,366x768 পিক্সেলস) ডিসপ্লে। এই ল্যাপটপে JioStore, JioMeet, JioPages অ্যাপগুলি আগে থেকে ইনস্টল থাকবে। এছাড়াও ব্যবহার করে যাবে Microsoft Store, Microsoft Teams, Microsoft Office, Edge এর মতো সফটওয়্যার।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল