অ্যাপশহর

200 MP ক্যামেরার সঙ্গে 210 W ফাস্ট চার্জিং, মধ্যবিত্তের হাতে প্রিমিয়াম ফিচার তুলে দিচ্ছে Redmi Note 12

Redmi Note 12 Specification: কম দামে দুর্দান্ত ফিচার দিয়ে ফের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে চমক দিতে চাইছে Redmi। চলতি সপ্তাহেই লঞ্চ হতে চলেছে Redmi Note 12 সিরিজ। এই ফোনগুলিতে থাকবে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 25 Oct 2022, 11:51 am

হাইলাইটস

  • এই ফোনে থাকছে 210 W ফাস্ট চার্জিং
  • 200 MP প্রাইমারি ক্যামেরা পাবেন
  • থাকতে পারে কার্ভড AMOLED ডিসপ্লে
EiSamay.Com Redmi Note 12
ছবি সৌজন্যে: Weibo / Redmi
ভারতে বরাবর জনপ্রিয় Redmi Note সিরিজের ফোনগুলি। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন ব্যবহারের কারণেই Xiaomi-র এই ফোনগুলি ভারতবাসীর মন জয় করে নিয়েছে। Redmi Note 4 বিক্রি করেই ভারতে বাজারে প্রথম সাফল্যের মুখ দেখেছিল চিনা সংস্থাটি। এর পর থেকে Redmi Note 6 Pro বাদ দিলে Redmi Note সিরিজের প্রায় সব ফোনই সুপারহিট। এবার Redmi Note 12 সিরিজ লঞ্চের প্রস্তুতি শুরু করেছে বেজিংয়ের সংস্থাটি। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই ফোন লঞ্চ হতে পারে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই ফোনে থাকবে বিভিন্ন প্রিমিয়াম ফিচার, যা এতদিন শুধুমাত্র 40,000 টাকার বেশি দামের ফোনেই দেখা যেত। এই সিরিজে আপাতত 3টি ফোন লঞ্চ করতে পারে Xiaomi। এই ফোনগুলি হল Redmi Note 12, Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+।
ইতিমধ্যেই Redmi Note 12 সিরিজের লঞ্চ পোস্টার প্রকাশ করেছে Xiaomi। এই পোস্টার থেকে ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। Redmi Note 12 সিরিজে থাকছে MediaTek Dimensity 1080 চিপসেট। Redmi Note 12 Pro -তে ব্যবহার হবে 50 MP Sony IMX 766 মেন সেন্সর। 1/1.56” এই সেন্সরে 2μm ফিউশন পিক্সেল পর্যন্ত ক্যাপচার করা যাবে। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এতদিন মিডরেঞ্জ সেগমেন্টের ফোনে এই ফিচার দেখা যেত না।

Redmi Note 12 -এ থাকছে 67 W ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ ফোনে পাবেন 120 W ও 210 W ফাস্ট চার্জিং সাপোর্ট। এক কথায় কয়েক মিনিটে এই ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা সম্ভব হবে।
Redmi A1: মাত্র 349 টাকায় বিক্রি হচ্ছে রেডমি, Amazon সেলে এটাই সবথেকে সস্তা Android
এদিকে Redmi Note 10 Pro+ ফোনে থাকতে পারে 200 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ব্যবহার হতে পারে কার্ভড AMOLED ডিসপ্লে। সেই ক্ষেত্রে এই প্রথম কোন মিডরেঞ্জ ফোনে কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার হতে চলেছে।
Redmi K50i Discount: রেডমির 5G ফোনে ₹4,000 ডিসকাউন্ট, পুজোর আগে সস্তায় গেমিং ফোন কেনার দুর্দান্ত সুযোগ!
27 অক্টোবর চিনে এই ফোনগুলি লঞ্চ করতে চলেছে Xiaomi। বৃহস্পতিবার বেজিংয়ে স্থানীয় সময় সন্ধে 7টায় লঞ্চ ইভেন্ট শুরু হবে। তবে আপাতত শুধুমাত্র চিনেই এই ফোন লঞ্চ করবে বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। আগামী বছরের শুরুর দিকে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল