অ্যাপশহর

Ransomware-এর পর ফায়ারবল! চিনা ম্যালওয়ার হানা ২৫ কোটি কম্পিউটারে!!

২৫ কোটি কম্পিউটারের মধ্যে ২০ শতাংশই কর্পোরেট কম্পিউটার বলে জানা গেছে।

EiSamay.Com 3 Jun 2017, 5:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: Ransomware-এর আতঙ্ক এখনও কাটেনি। এরমধ্যেই হাজির ‘ফায়ারবল’। এই নামের চিনা ম্যালওয়ারেই আক্রান্ত বিশ্বের কম্পিউটারগুলি। জানা গেছে, ২৫ কোটি কম্পিউটারে ইতিমধ্যেই হানা দিয়েছে এই ম্যালওয়ার।
EiSamay.Com ransomware
Ransomware-এর পর ফায়ারবল! চিনা ম্যালওয়ার হানা ২৫ কোটি কম্পিউটারে!!


কী হয় এই ম্যালওয়ার হামলায়?
প্রথমেই কম্পিউটারের ডিফল্ট্ সার্চ ইঞ্জিন-কে পালটে দেয় ফায়ারবল। এরপর আক্রান্ত কম্পিউটারের ওয়েব ট্রাফিক’কে ট্র্যাক করা হয়। রাফোটেক নামের এক চিনা ডিজিটাল ফার্মের হয়ে এই ট্র্যাকিং চলে। এভাবে ইউজারের প্রাইভেট ডেটা হাতিয়ে নেওয়া হয়। এছাড়াও যে কোনও ধরনের কোড, ইউজার অ্যাকসেস ছাড়াই চালাতে পারে এই ম্যালওয়ার।

২৫ কোটি কম্পিউটারের মধ্যে ২০ শতাংশই কর্পোরেট কম্পিউটার বলে জানা গেছে। বিশেষজ্ঞরা এই ম্যালওয়ারের সঙ্গে মোকাবিলার অস্ত্র খুঁজছেন। তবে এখনও পর্যন্ত কিছু মেলেনি।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল