অ্যাপশহর

Ayodhya Ram Mandir Wishes: প্রিয়জনদের জানান রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভেচ্ছা! শেয়ার করুন সেরা Facebook ও WhatsApp Status

হাজির 22 জানুয়ারি 2024। এই তারিখের জন্যই অপেক্ষা করছিল গোটা দেশ। আজকের দিনেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন চলছে। এই পরিস্থিতিতে নিজের আপন জনের কাছে দারুণ মেসেজ, কোট ও ছবি পাঠান। একই সঙ্গে সেরা Facebook ও Whatsapp Status শেয়ার করুন।

Produced byআস্তিক ঘোষ | Lipi 22 Jan 2024, 10:11 am
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি শেষ। আজ, 22 জানুয়ারি 2024 তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে। দীপাবলির মতো এই দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে উত্তর ভারত-সহ গোটা দেশেই। অনেক জায়গায় রাম মন্দির উদ্বোধনের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে। সারা দেশে ভগবান রামের প্রতি ভক্তি দেখা যাচ্ছে।
EiSamay.Com Ayodhya Ram Mandir Wishes
প্রিয়জনদের জানান রামলালার প্রাণ প্রতিষ্টার শুভেচ্ছা।


রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে বন্ধু ও আপন জনের কাছে দারুণ মেসেজ পাঠান। একই সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক স্ট্যাটাসে সেরা কোট ও ছবি শেয়ার করুন। এই প্রতিবেদন থেকে সেরা মেসেজ, কোট ও ছবি জানুন। রাম মন্দির উদ্বোধনের উৎসব উৎযাপন করুন।


অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে সেরা মেসেজ, কোট ও স্ট্যাটাস:

1. কোটি কোটি প্রদীপ আলোকিত করে অযোধ্যার পথ। রাম মন্দিরে আপনার যাত্রা আলো এবং আশীর্বাদে পূর্ণ হোক।

2. অযোধ্যার ঘণ্টাধ্বনি সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে, শান্তি ও ঐক্যের বার্তা বহন করছে। আসুন খোলা হৃদয় এবং মন দিয়ে উদযাপন করি।

3. পাথর থেকে গর্ভগৃহে, একটি ঐশ্বরিক আবাস উদিত হয়। অযোধ্যা রামমন্দিরের স্থাপত্যের বিস্ময় দেখে একজন বিস্মিত হয়ে যায়।

4. অযোধ্যা রাম মন্দিরে ভক্তদের ভিড়ের সময় "জয় শ্রী রাম" ধ্বনি আকাশকে রাঙিয়ে দেয়। দেখার মত একটি দৃশ্য, লালন করার একটি মুহূর্ত।

5. ভক্তিতে সিক্ত অযোধ্যার মাটি আজ ফল দিচ্ছে। রামমন্দির হল উঁচু, আশা ও বিশ্বাসের আলোকবর্তিকা।
Ram Mandir Wishes in Bengali: অযোধ্যা রাম মন্দিরের শুভেচ্ছা করুন শেয়ার! সেরা Facebook ও Whatsapp Status জেনে নিন
6. অযোধ্যার ঘণ্টাধ্বনি সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে, শান্তি ও ঐক্যের বার্তা বহন করছে। আসুন খোলা হৃদয় এবং মন দিয়ে উদযাপন করি।

7. ঢোলের বাজনা, প্রাণবন্ত সাজসজ্জা এবং ভক্তিতে পুরু বাতাস - অযোধ্যার উৎসবের চেতনা সংক্রামক! আমাদের সঙ্গে জমকালো উদ্বোধন উদযাপন করুন!

8. অযোধ্যা রামমন্দিরের ঘণ্টা ধ্বনিত হোক, আমি সকলের জন্য আশীর্বাদ ও অর্থপূর্ণ দর্শন কামনা করি।

9. রাম জন্মভূমি থেকে রামমন্দির, বিশ্বাস ও স্থিতিস্থাপকতার যাত্রা। আমরা এই পবিত্র অনুষ্ঠানটি উদযাপন করার সঙ্গে শান্তি ও সমৃদ্ধি রাজত্ব করুক।

10. পাথর থেকে গর্ভগৃহে, একটি ঐশ্বরিক আবাস উদিত হয়। অযোধ্যা রামমন্দিরের স্থাপত্যের বিস্ময় দেখে একজন বিস্মিত হয়ে যায়।

11. অযোধ্যার ঘণ্টাধ্বনি সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে, আসুন খোলা হৃদয় এবং মন দিয়ে উদযাপন করি।

12. অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে সবাইকে জানাই "জয় শ্রী রাম"।
লেখকের সম্পর্কে জানুন
আস্তিক ঘোষ
বিজনেস কনসালটেন্ট হিসেবে আস্তিক ঘোষ যুক্ত রয়েছেন EiSamay.Com, টাইমস অফ ইন্ডিয়ার বাংলা ডিজিটাল মাধ্যম, টাইমস ইন্টারনেট লিমিটেডের সঙ্গে। আস্তিক ব্যবসা, এন্টারপ্রেনেওরসিপ ও ভারতীয় অর্থনীতিতে গভীর আগ্রহী। এছাড়াও অবসর সময়ে বই পড়তে ও খেলাধুলায় বিশেষ আগ্রহী আস্তিক।... আরও পড়ুন

পরের খবর