অ্যাপশহর

RAM-রাজ বটে! Gionee আনল 6GB RAM-এর স্মার্টফোন

6GB RAM-এর পাশাপাশি 6020mAh ব্যাটারি পাওয়ার রয়েছে স্মার্টফোনটির।

EiSamay.Com 24 Apr 2017, 4:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন-এর দুনিয়ায় এখন RAM-এর রাজত্ব। সম্প্রতি 3GB/4GB RAM নিয়ে বাজারে হাজির Moto, শিওমি, Asus-এর মতো ব্র্যান্ড। এক সিদ্ধান্তে বাকি প্রতিযোগীদের ছাপিয়ে গেল Gionee। 3GB বা 4GB নয়, সোজা 6GB RAM সমেত স্মার্টফোন লঞ্চ করল এই মোবাইল সংস্থা।
EiSamay.Com ram gionee 6gb ram
RAM-রাজ বটে! Gionee আনল 6GB RAM-এর স্মার্টফোন


তবে আপাতত শুধু চিনের বাজারে লঞ্চ হয়েছে Gionee-এর এই স্মার্টফোন। মুক্তির সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে Gionee M6S প্লাস। 6GB RAM-এর পাশাপাশি 6020mAh ব্যাটারি পাওয়ার রয়েছে স্মার্টফোনটির। সংস্থার তরফে ‘ফাস্ট চার্জিং’এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। RAM ও ব্যাটারি যে এই ফোনের USP হতে চলেছে, তা শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে Gionee।

পড়ুন, ​ আসছে দুনিয়ার প্রথম থার্মাল ক্যামেরাওয়ালা ফোন

64GB এবং 256GB-র ইনবিল্ড স্টোরেজ রয়েছে স্মার্টফোনটির। ভারতীয় মুদ্রায় এর দাম যথাক্রমে ৩২,৮০০ এবং ৪০,২০০। যদিও ভারতে লঞ্চের সময় দাম পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডুয়াল সিমের Gionee M6S-এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্সমেলো সাপোর্ট রয়েছে। সেলফি মোডের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে ফোনটির। সঙ্গে LED ফ্ল্যাশ।

পড়ুন, ​ ৭ হাজারের নীচে সেরা ৭ স্মার্টফোন

ডিজিটাল পেমেন্টের কথা মাথায় রেখে এই ফোনে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে। এবং রয়েছে হার্ট রেট মনিটরিং সিকিউরিটি সিস্টেম। Gionee-এর তরফে জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্টের সময় ইউজারের পরিচয় জানতে ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি হার্ট রেট-এর মাধ্যমেও যাচাই করা যাবে।

আরও পড়ুন, ​ SECOND-HAND স্মার্টফোন কিনবেন? ৭টি বিষয় মাথায় রাখুন

ভারতে এই ফোনটি কবে লঞ্চ করবে, তা জানা না গেলেও, খুব শীঘ্রই ভারতীয় বাজার দখলে নামবে Gionee।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল