অ্যাপশহর

OnePlus Nord CE 2 Lite Launch: দুর্দান্ত সব ফিচার সহ এবার 20000-এর কমেই নতুন OnePlus, এক ক্লিকে দেখুন স্পেসিফিকেশন

OnePlus Nord CE 2 Lite Launch: বৃহস্পতিবার লঞ্চ হবে OnePlus Nord CE 2 Lite। 28 এপ্রিল সন্ধ্যে 7 টায় ভারতের বাজারে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। লঞ্চের পরে এটাই হতে পারে কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফোন। মূলত মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই 20000 টাকার কম দামে OnePlus এর নতুন এই ফোন বাজারে আসতে পারে।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 27 Apr 2022, 3:11 pm

ছবি সৌজন্যে Facebook @oneplusin

আরও সস্তায় বাজারে আসছে নতুন OnePlus স্মার্টফোন। বৃহস্পতিবার লঞ্চ হবে OnePlus Nord CE 2 Lite। 28 এপ্রিল সন্ধ্যে 7 টায় ভারতের বাজারে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। লঞ্চের পরে এটাই হতে পারে কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফোন। মূলত মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই 20000 টাকার কম দামে OnePlus এর নতুন এই ফোন বাজারে আসতে পারে। OnePlus Nord CE 2 Lite -এর সঙ্গে এদিন লঞ্চ হবে OnePlus 10R।
EiSamay.Com OnePlus Nord CE 2 Lite


WhatsApp Tips: বারবার অপ্রয়োজনীয় মেসেজ! Whatsapp -এ ব্লক না করেই বিরক্তির হাত থেকে মুক্তি মিলবে কীভাবে?
OnePlus Nord CE 2 Lite: সম্ভাব্য দাম

এখনও OnePlus Nord CE 2 Lite এর দাম সম্পর্কে প্রকাশ্যে মুখ খোলেনি কোম্পানিটি। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে 19999 টাকা থেকে। তবে অন্যান্য ভেরিয়েন্টের দাম 20000 টাকার বেশি হতে পারে। Amazon ও OnePlus Store থেকে এই ফোন কেনা যাবে।

Online Shopping Tips: অনলাইন শপিংয়ে বাঁচবে হাজার হাজার টাকা! মেনে চলুন এই 3 টি টিপস

OnePlus Nord CE 2 Lite: সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশন

লঞ্চের আগে এই ফোনের একাধিক ছবি ফাঁস হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে স্পেসিফিকেশন। জানা গিয়েছে OnePlus Nord CE 2 Lite তে একটি হাই রেসোলিউশন প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে 2MP ক্যামেরা। OnePlus Nord CE 2 Lite এ থাকতে পারে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে পারে 120Hz ডিসপ্লে। থাকবে 5G সাপোর্ট। OnePlus এর পরবর্তী এই বাজেট স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 695 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM ও 128GB স্টোরেজ।

OnePlus Nord CE 2 Lite তে থাকবে 64MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা ও একটি 2MP মোনো লেন্স ব্যবহার হতে পারে। সেলফি তোলার জন্য ব্যবহার হতে পারে একটি 16MP ক্যামেরা।

এছাড়াও জানা গিয়েছে OnePlus Nord CE 2 Lite এর ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি ও 33W SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট।

OnePlus Nord CE 2 Lite এর সঙ্গে বৃহস্পতিবার বাজারে আসছে OnePlus 10R। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিতে পারে চিনের কোম্পানিটি। থাকতে পারে 6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। OnePlus 10R-এ ব্যবহার হতে পারে শক্তিশালী MediaTek Dimensity 8100 চিপসেট। সঙ্গে থাকতে পারে 12 GB পর্যন্ত RAM। এছাড়াও থাকতে পারে 512 GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও একটি 16 MP ক্যামেরা দিতে পারে OnePlus।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল