অ্যাপশহর

OMG! বাতিল Galaxy Note 7 থেকে ১৫৭ টন সোনা, রুপো উদ্ধার করবে Samsung!!

ক্যামেরা, মেমরি চিপ, ডিসপ্লে মোডুইল থেকে সোনা সহ-ধাতুগুলি উদ্ধার করা হবে।

Ei Samay 18 Jul 2017, 6:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাতিল স্মার্টফোন থেকেই সোনা উদ্ধার। শুধু সোনা নয়, রয়েছে রুপো সহ অন্য মূল্যবান ধাতুও। এমনই অভিনব পরিকল্পনা Samsung-এর।
EiSamay.Com omg galaxy note 7 samsung
OMG! বাতিল Galaxy Note 7 থেকে ১৫৭ টন সোনা, রুপো উদ্ধার করবে Samsung!!


জানা গেছে, মোট ১৫৭ টন সোনা, রুপো সহ ধাতু উদ্ধার করা হবে বাতিল হয়ে যাওয়া Samsung Galaxy Note 7 স্মার্টফোনগুলি থেকে। মূলত ব্যাটারি সমস্যার জেরে একসঙ্গে এই সিরিজের বহু স্মার্টফোনই বাতিল করতে বাধ্য হয়েছিল Samsung। এরফলে কমপক্ষে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল সংস্থার।

পড়ুন, বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় এই ১০টি স্মার্টফোন, নির্ভুল তথ্য!

ক্যামেরা, মেমরি চিপ, ডিসপ্লে মোডুইল থেকে সোনা সহ-ধাতুগুলি উদ্ধার করা হবে। যদিও উদ্ধার হওয়া ধাতুগুলি কী কাজে ব্যবহার করা হবে, তা স্পষ্ট করেনি Samsung।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল