অ্যাপশহর

Nothing CMF Buds : 2,299 টাকায় নতুন ইয়ারবাড, নেকব্যান্ড প্রো লঞ্চ করল নাথিং, কী ফিচার্স জেনে নিন

নাথিং ফোন 2a স্মার্টফোনের পাশাপাশি এদিন ভারতে CMF বাডস এবং নেকব্যান্ড প্রো লঞ্চ করেছে কোম্পানি। দুই ডিভাইসই নাথিং এক্স অ্যাপ সাপোর্ট হবে বলে জানা গিয়েছে। এই দুই অডিও ডিভাইসে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন ফিচার (ANC)। নাথিং আরও জানিয়েছে, দুই ডিভাইসে লো ল্যাগ মোড এবং ফাইন্ড মাই ইয়ারবাডের সুবিধাও রয়েছে।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 6 Mar 2024, 1:06 pm
5 মার্চ দিনটি নাথিং কোম্পানির জন্য বেশ স্পেশাল। কারণ এই দিনে নতুন স্মার্টফোন নাথিং ফোন 2a-এর পাশাপাশি CMF বাডস এবং নেকব্যান্ড প্রো লঞ্চ করেছে কোম্পানি। যদিও অনুষ্ঠানে সবথেকে বড় আকর্ষণ ছিল নাথিং ফোন 2a। কিন্তু, দুই অডিও ডিভাইসে বেশ কিছু ইউনিক ফিচার্স যোগ করা হয়েছে বলে জানিয়েছে নাথিং।
EiSamay.Com Nothing CMF Buds
নতুন ইয়ারবাডস আনল নাথিং


নাথিং CMF বাডস এবং নেকব্যান্ড প্রো দুই ডিভাইসের দামই 3,000 টাকার কম রেখেছে কোম্পানি। অর্থাৎ বাজেট-ফ্রেন্ডলি গ্রাহকদের জন্য বিকল্প রেখেছে নাথিং। কোম্পানির দাবি, এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি লং লাইফ ব্যাটারি এবং অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (ANC) সুবিধা পাওয়া যাবে।

নাথিং নেকব্যান্ড প্রো

নাথিংয়ের নতুন নেকব্যান্ড প্রো-তে পাবেন 13.6 mm কাস্টম ডাইনামিক ড্রাইভার সঙ্গে আল্ট্রা ব্যাস টেকনোলজি। এই নেকব্যান্ডে পাবেন 50db অ্যাডাপটিভ হাইব্রিড ANC ফিচার এবং ট্রান্সপ্যারেন্সি মোড। HD মাইক এবং ক্লিয়ার ভয়েস টেকনোলজি রয়েছে ডিভাইসে। এছাড়াও পাবেন ফিজিক্যাল স্মার্ট ডায়াল, উইন্ড নয়েস রিডাকশন, ম্যাগনেটিক কানেকশন এবং লো ল্যাগ মোড।

কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ 5.3 এবং গুগল ফাস্ট পেয়ার। নাথিং স্মার্টফোনের সঙ্গে চোখের নিমেষে কানেক্ট হয়ে যাবে এই নেকব্যান্ড। নাথিংয়ের দাবি অনুযায়ী, এতে 37 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে 220mAh ব্যাটারি ক্যাপাসিটি, পাবেন IP55 রেটিং।
Nothing Phone 2a লঞ্চ হওয়ার আগেই 8,000 টাকা সস্তা হল নাথিং ফোন 2, রইল নতুন দাম

নাথিং নেকব্যান্ড প্রোয়ের দাম রাখা হয়েছে 1,999 টাকা। এটি অরেঞ্জ, ডার্ক গ্রে এবং লাইট গ্রে রঙে অর্ডার করতে পারবেন। 11 মার্চ থেকে শুরু হবে নেকব্যান্ডের বিক্রি।

নাথিং CMF বাডস

নেকব্যান্ডের পাশাপাশি কোম্পানির নতুন TWS ইয়ারবাড লঞ্চ হয়েছে ভারতে। এটির কেস বেশ আকর্ষণীয় ডিজাইনের। ইয়ারবাডে পাবেন 12.4 mm বায়ো-ফাইবার ড্রাইভার সঙ্গে আল্ট্রা বাস টেকনোলজি। এতে মিলবে 42dB ANC (অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন) এবং ট্রান্সপ্যারেন্সি মোড।

CMF বাডসে হাই-ডেফিনেশন অডিও কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে। গেমারদের জন্য রয়েছে ক্লিয়ার ভয়েস টেকনোলজি। নাথিং X অ্যাপের মাধ্যমে এই ইয়ারবাড দ্রুত কানেক্ট করতে পারবেন। এটির ব্যাটারি ব্যাক আপ রয়েছে 35.5 ঘণ্টা। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ 5.3 এবং গুগল ফাস্ট পেয়ার ও মাইক্রোসফট ফাস্ট পেয়ার।

ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন নাথিং CMF বাডস, যার দাম রাখা হয়েছে 2,499 টাকা। তবে লঞ্চ অফার হিসাবে 8 মার্চ তারিখে এটি 2,299 টাকায় কিনতে পারবেন।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর