অ্যাপশহর

দুরন্ত ব্যাটারি, অত্যন্ত শক্তিশালী প্রসেসর! লঞ্চ হল 48MP কোয়াড ক্যামেরা সেটআপের Nokia 5.4

সেলফির জন্য Nokia 5.4-এ একটি 16MP-র পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হয়েছে। স্পেসিফিকেশনসের দিক থেকে এই Nokia 5.4-এ রয়েছে 6.39 ইঞ্চির HD+ ডিসপ্লে। আর সেই ডিসপ্লে-র ঠিক উপরেই রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 662 চিপসেট।

EiSamay.Com 15 Dec 2020, 3:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও একটি Nokia স্মার্টফোন লঞ্চ করল HMD Global। সেই Nokia 5.4 হ্যান্ডসেটটি নিয়ে বিগত কিছু দিন ধরেই জল্পনা চলছিল। নতুন এই স্মার্টফোনটি আসলে Nokia 5.3-র পরবর্তী প্রজন্ম, যা কিছু দিন আগেই লঞ্চ করেছিল।
EiSamay.Com Nokia 5.4


মঙ্গলবার Nokia 5.4 স্মার্টফোনটি কেবল মাত্র ইউরোপিয়ান মার্কেটের জন্যই লঞ্চ হয়েছে। সেখানে ফোনটির দাম রাখা হয়েছে 189 euros (ভারতীয় মূল্যে প্রায় 17,000 টাকা)। পাশাপাশিই HMD Global আরও প্ল্যান করছে যে, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং মিডল ইস্টে দ্রুত ফোনটিকে লঞ্চিংয়ের। সংস্থার তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে Nokia 5.4।

Nokia-র নতুন এই স্মার্টফোনের মূলত দুটি কালার অপশন রয়েছে: পোলার নাইট এবং ডাস্ক। Nokia 5.4 স্মার্টফোনে একটি পাঞ্চহোল ডিজাইন দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চমৎকার এই মডেলে একটি Google Assistant বাটনও রয়েছে।

স্পেসিফিকেশনসের দিক থেকে এই Nokia 5.4-এ রয়েছে 6.39 ইঞ্চির HD+ ডিসপ্লে। আর সেই ডিসপ্লে-র ঠিক উপরেই রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 662 চিপসেট। 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+64GB ইত্যাদি স্টোরেজ ভ্যারিয়্যান্টসের Nokia 5.4 উপলব্ধ হতে চলেছে বাজারে।

আরও পড়ুন: ভারতে এই প্রথম ল্যাপটপ নিয়ে হাজির Nokia, জানুন দাম ও ফিচার্স

ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP-র। এছাড়াও এতে একটি 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ্ সেন্সর রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফির জন্য Nokia 5.4-এ একটি 16MP-র পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি! মাত্র ₹10,399-তে ভারতে লঞ্চ করল Nokia 2.4

সফ্টওয়্যারের দিক থেকে Nokia 5.4 স্মার্টফোনটি Android 10-এর আউট-অফ-দ্য-বক্স দ্বারা চালিত। এই হ্যান্ডসেটে রেডি থাকছে Android 11 এবং দুটি Android OS আপডেট পাবে এই স্মার্টফোন। Nokia 5.4 মডেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি ফেস আনলক সিস্টেমও সাপোর্ট করে। এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 4,000mAh ব্যাটারি রয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই সময় ডিজিটালের টেক সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর