অ্যাপশহর

₹২০০-র কম, Netflix আনল মোবাইলের নয়া প্ল্যান!

গোটা বিশ্বে Netflix-এর মোট ১৫ কোটির বেশি গ্রাহক রয়েছে।

Hindustan Times 24 Jul 2019, 2:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় ₹২৫০-এর মাসিক প্ল্যানের পরীক্ষামূলক ভাবে প্রয়োগের পর এবার এ দেশের সাধারণের জন্য নতুন প্ল্যান ঘোষণা করল Netflix। তবে ₹২৫০ নয়, মাসিক এই প্ল্যানের জন্য দিতে হবে মাত্র ₹১৯৯। তবে এটি শুধু মোবাইলের জন্য। এদেশে কম দামে মোবাইল ইন্টারনেটের স্ট্রিমিং যেভাবে বাড়ছে, তা মাথায় রেখেই নয়া এই প্ল্যানের কথা ঘোষণা করেছে Netflix।
EiSamay.Com Netflix
নেটফ্লিক্সের প্রতীকী ছবি।


সংস্থার তরফে বুধবার জানানো হয়েছে, ভারতই বিশ্বে প্রথম দেশ, যেখানে মোবাইল-এক্সক্লুসিভ প্ল্যান লঞ্চ করেছে Netflix।

আরও পড়ুন: নেটফ্লিক্সের নতুন প্ল্যান

নয়াদিল্লিতে Netflix-এর 'House' ইভেন্টে এই নয়া প্ল্যানের কথা জানানো হয়। পাশাপাশি এপ্রিলে পরীক্ষামূলক ভাবে চালু করা সাপ্তাহিক ₹৬৫-র প্ল্যান তুলে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে Netflix কর্তৃপক্ষ।

সংস্থার আশা, ভারতের বাজারে যেখানে মাসিক গ্রাহক প্রতি আয় ₹৩৫০-এর কম, সেখানে নতুন এই কম দামি প্ল্যানে প্রতিদ্বন্দ্বী Hotstar, Amazon Prime Video, alt Balaji এবং Zee5-এর মতো একাধিক সংস্থার কম দামি প্ল্যানকে কড়া প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলা যাবে।

গোটা বিশ্বে Netflix-এর মোট ১৫ কোটির বেশি গ্রাহক রয়েছে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল