অ্যাপশহর

Motorola Edge 30 Launched: শক্তিশালী প্রসেসর সহ 'পালকের মতো' হালকা ফোন নিয়ে এল Motorola, লঞ্চ অফারে মিলছে ₹2000 ছাড়

Motorola Edge 30 Launched in India: এই ফোনে থাকছে Snapdragon 778G+ চিপসেট ও 8 GB RAM। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা দিয়েছে Motorola। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 MP সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ে ব্যবহার হবে 32 MP ক্যামেরা। এই হ্যান্ডসেটের দুটি ভেরিয়েন্টেই 128 GB স্টোরেজ মিলবে। আর কী কী থাকছে এই ফোনে? কিনতে খরচ কত? দেখে নিন।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 12 May 2022, 2:03 pm
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Motorola Edge 30। এই ফোনে 6,5 ইঞ্চি oPLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে থাকছে 144 Hz রিফ্রেশ রেট। Edge 30 সিরিজের দ্বিতীয় স্মার্টফোনে থাকছে Snapdragon 778G+ চিপসেট ও 8 GB RAM। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা দিয়েছে Motorola। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 MP সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ে ব্যবহার হবে 32 MP ক্যামেরা। আর কী কী থাকছে এই ফোনে? কিনতে খরচ কত? দেখে নিন:
EiSamay.Com Motorola Edge 30 Launched
ছবি সৌজন্যে - Twitter @motorolaindia


Motorola Edge 30 দাম
ভারতে Motorola Edge 30-র দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6 GB RAM + 128 GB স্টোরেজ। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে 29,999 টাকা খরচ হবে। সবুজ ও ধূসর রঙে কেনা যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন। Flipkart, Reliance Digital ও রিটেল স্টোর থেকে 19 মে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। লঞ্চ অফারে HDFC Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে 2000 টাকা ছাড় মিলবে।

ছবি সৌজন্যে - Twitter @motorolaindia



Motorola Edge 30 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Motorola Edge 30-তে Android 12 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে কোম্পানির MyUX স্কিন পাওয়া যাবে। যা স্টক অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা দেবে। থাকছে 6.7 ইঞ্চি FHD+ pOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 144 Hz রিফ্রেশ রেট। এছাড়াও ডিসপ্লেতে থাকছে HDR 10+ সাপোর্ট। Edge 30 -তে শক্তি জোগাবে Snapdragon 778G+ চিপসেট। সঙ্গে থাকছে 8 GB LPDDR5 RAM।


ছবি তোলার জন্য এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 50 MP প্রাইমারি সেন্সর দিয়েছে Motorola। এছাড়াও একটি 50 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 MP ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য Motorola Edge 30-এ পাবেন একটি 32 MP ক্যামেরা।
Motorola Razr 3 Photos Leaked: টাচস্ক্রিন ফোন ভাঁজ হয়ে ঢুকবে পকেটে! Samsung-কে টেক্কা দিতে নয়া মন্ত্র Motorola-র
এই হ্যান্ডসেটের দুটি ভেরিয়েন্টেই 128 GB স্টোরেজ মিলবে। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, 4G LTE, WiFi 6E, Bluetooth 5.2, GPS, NFC ও USB Type-C পোর্ট।
সবথেকে হালকা ও পাতলা, আগামী সপ্তাহেই আসছে Motorola -র নতুন ফোন
Motorola Edge 30-র ভিতরে রয়েছে একটি 4,020 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 32.1 ঘণ্টা চলবে এই ফোন। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Motorola Edge 30-র ওজন মাত্র 155 গ্রাম।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল