অ্যাপশহর

Moto G23, G13: 50 MP ক্যামেরা, 5,000 mAh ব্যাটারি সহ জোড়া ফোন লঞ্চ Motorola-র, দাম ও ফিচার্স জানুন

নজরে মধ্যবিত্ত গ্রাহক, সস্তায় দুর্দান্ত ফিচারের দুটি ফোন আনল Motorola

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 25 Jan 2023, 11:18 am
সস্তার বাজারে পসার জমিয়েছে রেডমি, স্যামসাংয়ের মতো কোম্পানিগুলি। মধ্যবিত্ত গ্রাহকের মন জয় করতে 2টি নতুন ফোন লঞ্চ করল Motorola। চলতি সপ্তাহে বাজারে এসেছে Moto G23 ও Moto G13। Moto G22-র আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Moto G23। একই সঙ্গে বাজারে এসেছে Moto G13। এই দুই ফোনের স্পেসিফিকেশন রয়েছে একাধিক সাদৃশ্য। সস্তার দুই Motorola ফোনেই রয়েছে 6.5 ইঞ্চি HD Plus ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকবে। ডিসপ্লেতে থাকছে হোল পাঞ্চ কাটআউট। Motorola-র নতুন সুটি ফোনের দাম ও ফিচার্স দেখে নিন।
EiSamay.Com motorola g23
লঞ্চ হল Moto G23 ও Moto G13


Moto G23: স্পেসিফিকেশন
Moto G23-তে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে প্যানেলে 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনের পিছনে রয়েছে আয়তকার ক্যামেরা মডিউল। ফোনের ভিতরে MediaTek Helio G85 চিপসেট দিয়েছে Motorola। সঙ্গে রয়েছে 8 GB RAM ও 5,000 mAh ব্যাটারি। পাবেন 30 W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে চলবে Android 13 অপারেটিং সিস্টেম। ফোনের পিছনে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 5 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য 16 MP ক্যামেরা থাকছে।
Moto e22s: 90 Hz ডিসপ্লে সহ সস্তায় প্রিমিয়াম ডিজাইনের ফোন লঞ্চ Motorola -র, কী ফিচার?
Moto G13: স্পেসিফিকেশন
এই ফোনেও Android 13 অপারেটিং সিস্টেম চলবে। রয়েছে MediaTek Helio G85 চিপসেট। তবে 4 GB ভেরিয়েন্টেই এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে 2 MP ম্যাক্রো ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর। 5,000 mAh ব্যাটারি থাকলেও তুলনামূলক কম 20 W ফাস্ট চার্জিং দিয়েছে Motorola। পাওয়ার বাটনের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও Moto G23 ও Moto G13 - এর স্পেসিফিকেশনে কোনও পার্থক্য নেই। দুটি ফোনেই রয়েছে IP52 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।
Moto G72: 108 MP ক্যামেরার ফোন বিক্রি শুরু Motorola -র, লঞ্চ অফারে গুচ্ছের ডিসকাউন্ট Flipkart -এ
Moto G23, Moto G13: দাম
আপাতত বিশ্ব বাজারে Moto G13 ও Moto G23 লঞ্চ করেছে Motorola। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ফোনগুলি দেখা গিয়েছে। Moto G23-র দাম শুরু হচ্ছে 199 ইউরো থেকে (প্রায় 17,600 টাকা)। চারকোল ম্যাট ও পার্ল হোয়াইট কালারে এই ফোন পাওয়া যাবে। Moto G13 - এর দাম 179 ইউরো (প্রায় 15,800 টাকা)। ম্যাট চারকোল, ব্লু ল্যাভেন্ডার ও রোজ গোল্ড কালারে কেনা যাবে এই ফোন। তবে ভারতে এই ফোন লঞ্চ করেনি Motorola
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল