অ্যাপশহর

Moto E13: সস্তার বাজারে জমি শক্ত করতে ফোন আনছে Motorola, লঞ্চের আগেই ফিচার্স ফাঁস

সস্তায় লঞ্চ হচ্ছে Moto E13, লঞ্চ আগামী সপ্তাহেই

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 2 Feb 2023, 3:25 pm
ইতিমধ্যেই এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার বাজারে লঞ্চ হয়েছে Moto E13। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শীঘ্রই ভারতেও এই সস্তার ফোন লঞ্চ করতে চলেছে Motorola। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে ফেব্রুয়ারির শুরুর দিকেই এই ফোন লঞ্চ হয়ে যাবে। সব ঠিক থাকলে 8 ফেব্রুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে 4 GB RAM + 64 GB স্টোরেজে লঞ্চ হতে পারে Moto E13। তবে অন্যান্য দেশে 2 GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Motorola। বিশ্ব বাজারে এই ফোনের দাম শুরু হচ্ছে 119.99 ইউরো (প্রায় 10,700 টাকা) থেকে।
EiSamay.Com Moto E13
ফেব্রুয়ারিতেই লঞ্চ হতে পারে Moto E13

টুইটারে টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন 8 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে Moto E13। শর্মা জানিয়েছেন 10,000 টাকার কম দামে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে Motorola।

2 GB RAM + 64 GB স্টোরেজে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ হয়েছে 119.99 ইউরোরে। এই ফোনে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে। রয়েছে HD+ রেজোলিউশন ও 60 Hz রিফ্রেশ রেট। Moto E13 - তে থাকবে Unisoc T606 চিপসেট। সঙ্গে Mali-G57 MP1 GPU দিয়েছে Motorola। ভারতে 4 GB RAM সহ লঞ্চ হতে পারে এই ফোন।

বাজেট সেগমেন্টের এই ফোনে 13 MP রিয়ার ক্যামেরা থাকবে। সঙ্গে 5 MP সেলফি ক্যামেরা দিয়েছে Motorola। থাকবে 64 GB স্টোরেজ। যদিও এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে। 1 TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট দিচ্ছে Moto E13।
Moto Edge 40 Pro: 60 MP সেলফি ক্যামেরার ফোন আনছে Motorola, লঞ্চের আগেই দাম ও ফিচার্স ফাঁস
Moto E13 - তে থাকবে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 36 ঘণ্টা চলবে এই ফোন। থাকছে 10 W চার্জিং সাপোর্ট। USB Type-C পোর্ট ছাড়াও এই ফোনে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক। জল ও ধুলো থেকে রক্ষার জন্য এই ফোনে IP52 রেটিং পাওয়া যাবে।
যদিও ভারতে Moto E13 লঞ্চ প্রসঙ্গে কোনও উচ্চবাচ্য করেনি Motorola
Moto G73, G53: Motorola বাজারে নিয়ে এল প্রিমিয়াম মডেলের দু'টি ফোন, কী কী ফিচার পাচ্ছেন দেখে নিন
যদিও বিশ্ব বাজারে এই ফোন লঞ্চের পরেই ভারতে এই ফোন লঞ্চ ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। যদিও ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোনে 4 GB RAM দিয়েছে Motorola। মনে করা হচ্ছে 10,000 টাকার কমে এদেশে Moto E13 লঞ্চ করতে পারে Motorola
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর