অ্যাপশহর

বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন কেনাকাটির জন্য উপলব্ধ! 3 ইঞ্চির স্ক্রিন, দাম মাত্র 7,421 টাকা

Mony Mint Price And Specifications: বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন মনি মিন্ট লঞ্চ হয়েছিল কিছু দিন আগেই। সেই ফোনই এবার কিনতে পারবেন গ্রাহকেরা। জবরদস্ত স্পেসিফিকেশনস রয়েছে এই ফোনে। দাম মাত্র 7,421 টাকা।

Lipi 10 Aug 2021, 6:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন Mony Mint এর ঘোষণা হয়ে গিয়েছিল বেশ কিছু দিন আগেই। এবার সেই ফোন অফিসিয়ালি উপলব্ধ হল। অর্থাৎ, গ্রাহকেরা এবার থেকে Mony Mint ফোনটি কিনতে পারবেন। চিনের কোম্পানি Mony-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটাই বিশ্বের সবথেকে ছোট স্মার্টফোন। Mint-এ রয়েছে একটি 3 ইঞ্চি ডিসপ্লে। ফোনে একটি শক্তিশালী 1250mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Indiegogo ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। চলতি বছর নভেম্বর থেকে ফোনটির শিপিং শুরু হবে।
EiSamay.Com Mony Mint


Mony Mint স্পেসিফিকেশনস, ফিচার্স - (Mony Mint Specifications, Features)

বিশ্বের সবথেকে ছোট 4G ফোন Mony Mint-এ থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই স্মার্টফোনের আয়তন 89.5 x 45.5 x 11.5 মিলিমিটার। এই ফোনে একটি 3 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে চিনের কোম্পানিটি। এই ডিসপ্লে থেকেই 854×450 পিক্সেলস রেজোলিউশনে ছবি, ভিডিয়ো উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

পুরনো ফোনই এক্কেবারে নতুন রূপে! Amazon-এ হাফ দামে OnePlus 9R 5G, Mi 10 ও Galaxy F62
পারফরম্য়ান্সের জন্য মনি মিন্ট ফোনের ভিতরে 1.5GHz কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর এবার পেয়ার করা থাকছে 3GB RAM ও 64GB স্টোরেজের সঙ্গে। এছাড়াও ফোনে থাকছে একটি ডেডিকেটেড microSD কার্ড স্লট, যার মাধ্যমে অতিরিক্ত 128GB স্টোরেজ এই ফোনে যুক্ত করে নিতে পারবেন গ্রাহকেরা। সফ্টওয়্যারের দিক থেকে Android 9 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে মনি মিন্ট ফোনটি। বেশ শক্তিশালী একটি 1,250mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ছোট্ট ফোনে।


একটি মাত্রই ক্যামেরা রয়েছে Mony Mint ফোনের পিছনে। সেখানে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে একটি 5MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 2MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

8,999 টাকায় ভারতে হাজির Nokia C20 Plus, এক চার্জেই দু'দিনের ব্যাটারি লাইফ!
Mony Mint দাম - (Mony Mint Price)

Mony Mint এর দাম 150 মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় 11,131 টাকা)। তবে, এই ফোন ক্রয়ে ইচ্ছুক ক্রেতাদের জন্য চমৎকার একটি অফার নিয়ে হাজির হয়েছে কোম্পানি। শুরুতে মাত্র 100 মার্কিন ডলারে (ভারতীয় মূল্যে প্রায় 7,421 টাকা) এই ফোন বিক্রি করছে চিনের কোম্পানিটি। এর পরে 115 মার্কিন ডলার ও 130 মার্কিন ডলারেও ফোন বিক্রির ঘোষণা করেছে Mony। নভেম্বরে এই ফোন শিপিং শুরু হবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল