অ্যাপশহর

যাত্রা শুরুর 27 বছর পরে বন্ধ হচ্ছে 'আইকনিক' Internet Explorer ব্রাউজার

Internet Explorer Shutting Down: 2003 সালে সাফল্যের শিখরে পৌঁছেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। সেই সময় বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের 95 শতাংশ Internet Explorer ধরে রেখেছিল। যদিও প্রতিযোগী কোম্পানিগুলি একের পর এক ব্রাউজার তৈরি করে বাজারে আনার কারণে ধীরে ধীরে এই আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে। 2021 সালের অগাস্টে Microsoft 365 থেকে Internet Explorer সাপোর্ট বন্ধ হয়েছিল।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 12 Jun 2022, 11:42 am
অবশেষে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার সিদ্ধান্ত নিল Microsoft। 1995 সালে এই আইকনিক ব্রাউজারের পথ চলা শুরু। Windows 95 অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসাবে লঞ্চ হয়েছিল এই ওয়েব ব্রাউজার।
EiSamay.Com internet explorer


প্রথমে অ্যাড অন প্যাকেজ হিসাবে লঞ্চ হলেও পরে তা বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় Microsoft। 2003 সালে সাফল্যের শিখরে পৌঁছেছিল Internet Explorer। সেই সময় বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের 95 শতাংশ Internet Explorer ধরে রেখেছিল। যদিও প্রতিযোগী কোম্পানিগুলি একের পর এক ব্রাউজার তৈরি করে বাজারে আনার কারণে ধীরে ধীরে এই আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে।

2016 সালেই এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল Microsoft। সেই সময় লঞ্চ হয়েছিল Microsoft -এর নতুন ব্রাউজার Edge। এর পর থেকে নতুন ব্রাউজারের উপরে মনোনিবেশ শুরু করেছিল মার্কিন সংস্থাটি। সেই সময় থেকেই ধীরে ধীরে Internet Explorer বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল Microsoft।

2021 সালের অগাস্টে Microsoft 365 থেকে Internet Explorer সাপোর্ট বন্ধ হয়েছিল। 2020 সালের নভেম্বরে Internet Explorer সাপোর্ট বন্ধ করেছিল Microsoft Teams। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট সত্যি হলে 2022 সালের 15 জুন থেকে বন্ধ হচ্ছে Internet Explorer সাপোর্ট।

Microsoft Edge -এর প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে জানিয়েছেন, “Windows 10 -এ Internet Explorer এর ভবিষ্যৎ Microsoft Edge -এর উপরে রয়েছে।”
Microsoft Salary Hike: দ্বিগুন হবে বেতন, Microsoft কর্মীদের জানালেন সত্য নাদেলা
“Microsoft Edge শুধু একটি দ্রুতগতির ব্রাউজার নয়, এটি অনেক সুরক্ষিত ও একটি আধুনিক ব্রাউজার। যে সব পুরনো ওয়েবসাইট আগে শুধু Internet Explotet ব্যবহার করেই খুলত এখন Microsoft Edge ব্যবহার করেও সেই সব লেগাসি ওয়েবসাইট ওপেন করা যাবে,” বলেন তিনি।

শন লিন্ডারসে আরও জানিয়েছেন, “Microsoft Edge -এর মধ্যেই রয়েছে Internet Explorer mode (IE Mode)। ফলে সব লেগাসি ওয়েবসাইট সরাসরি Microsoft Edge ব্রাউজার ব্যবহার করে খোলা যাবে। Microsoft Edge -এ এই সাপোর্ট আসার পরে 15 জুন থেকে Windows 10 -এর কিছু ভার্সনে Internet Explorer 11 সাপোর্ট বন্ধ করবে Microsoft।”
Google update: বড় বিপদের মুখে Google Chrome ব্যবহারকারীরা! সতর্ক করল কেন্দ্রীয় সরকার
1990 ও 2000 -এর দশকে যারা বাড়ি, স্কুল অথবা অফিস থেকে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেন তাদের সকলেরই Internet Explorer -এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই জীবনে প্রথমবারের জন্য এই ব্রাউজার ব্যবহার করেই ইন্টারনেট ব্যবহার করেছিলেন। আর এই কারণেই এই খবর ছড়িয়ে পড়ার পরে নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পরেছেন।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল