অ্যাপশহর

Microsoft Salary Hike: দ্বিগুন হবে বেতন, Microsoft কর্মীদের জানালেন সত্য নাদেলা

শুধুমাত্র Microsoft-ই এমন সংস্থা নয় যারা এই ধরনের বিপুল পরিমাণে বেতন বাড়িয়েছে। এর আগে February মাসে Amazon এর তরফেও কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। যে হিসেব দেখা গেছে তাতে প্রতিটি বিভাগের কর্মীদের প্রায় দ্বিগুন বেতন বাড়ানো হয়েছে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 17 May 2022, 6:56 pm
মাইক্রোসফট কর্মীদের জন্য সুখবর। প্রায় দ্বিগুন হতে চলেছে বেতন। একটি ই-মেইল বার্তায় এমনই জানিয়েছেন সংস্থার CEO সত্য নাদেলা (Satya Nadella)। বিশ্বব্যাপী যত কর্মী রয়েছে তাদের সকলের বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। এবং বর্তমানে যে কর্মীর বেতন যেমন রয়েছে তাঁদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় দ্বিগুন বেতন হবে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com Microsoft Salary


সংস্থার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো email-এ সত্য নাদেলা লিখেছেন, "বারবার আমরা দেখেছি আমাদের সংস্থায় যে মেধা রয়েছে তার চাহিদা রয়েছে। কারণ আমাদের কাস্টমার এবং পার্টনারদের জন্য দুর্দান্ত কিছু কাজ তারা করছে। লিডারশিপ টিমের মধ্যেও তোমার যে প্রভাব তা সত্যিই সাধুবাদ যোগ্য। সেকারণে আমি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর তাই তোমাদের প্রত্যেকের জন্য আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করছি।"

শুধুমাত্র Microsoft-ই এমন সংস্থা নয় যারা এই ধরনের বিপুল পরিমাণে বেতন বাড়িয়েছে। এর আগে February মাসে Amazon এর তরফেও কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। যে হিসেব দেখা গেছে তাতে প্রতিটি বিভাগের কর্মীদের প্রায় দ্বিগুন বেতন বাড়ানো হয়েছে।

কেন বেতন বাড়ানোর সিদ্ধান্ত?
বিশেষজ্ঞদের মত, বিশ্বের অন্যতম বড় সংস্থাগুলি এখন তাদের মেধা বা কর্মীদের ছাড়তে চাইছে না। কিন্তু প্রতিযোগী সংস্থাগুলি মোটা টাকা বেতনের অফার করে কর্মীদের ভাঙিয়ে আনার চেষ্টা করছে। তাই কর্মীরা যাতে টাকার লোভে অন্য সংস্থায় না যায় তার জন্যই বেতন বাড়ানো হচ্ছে ।

সত্য নাদেলার মেইলে আরও জানানো হয়েছে, প্রতিটি কর্মীর জন্য সংস্থা আলাদা করে বিনিয়োগ করছে। যা সাধারণ বাজেটের থেকে অনেক বেশি।

তিনি আরও লিখেছেন, "মূলত আমরা গ্লোবাল মেরিট বাজেটের দ্বিগুন করছি। বিভিন্ন দেশের মেরিট বাজেট ভিন্ন। স্থানীয় বাজারের উপর নির্ভর করে মেরিট বাজেট তৈরি করা হয়। এছাড়াও আমরা বছরের স্টক রেঞ্জও পরিবর্তন করতে চলেছি।"তবে সংস্থার যারা ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন তাঁদের খুব একটা বেতন বাড়ার সম্ভাবনা নেই।

Read More-কন্টেন্ট পছন্দ না হলে চাকরি ছাড়ুন, কর্মীদের বলল Netflix
Read More- 87 টাকায় ডেটা-সহ কলিংয়ের সুবিধা! BSNL গ্রাহকদের কমবে খরচ
Read More-Spam নিয়ে তুমুল তরজা Twitter-এ! পরাগ আগরওয়ালকে খিল্লি করলেন Elon Musk!!
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল