অ্যাপশহর

চাহিদা তুঙ্গে! এক সপ্তাহেই ৫০ লক্ষ স্মার্টফোন বিক্রি করল Mi India

Xiaomi বা Mi স্মার্টফোন ভারতের স্মার্টফোন মার্কেটে সবার প্রথমেই রয়েছে। ২০২০ সালের সেকেন্ড কোয়ার্টারের পরিসংখ্যান ঠিক এমনই। আর তার সঙ্গেই Mi India-র মার্কেট শেয়ার ২৯ শতাংশ।

EiSamay.Com 24 Oct 2020, 1:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের স্মার্টফোন জগতে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করার পথে অনেকটাই এগিয়ে গেল Mi India। শুক্রবার সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, গত সপ্তাহে ফেস্টিভ সেলে গোটা ভারতবর্ষে শুধু Mi-এর স্মার্টফোনই বিক্রি হয়েছে ৫০ লক্ষ। Mi India-র তরফে জানানো হয়েছে যে, Flipkart Big Billion Days এবং Amazon Great Indian সেলের সপ্তাহেই Mi-এর স্মার্টফোন প্রায় ৫০ লক্ষ বিক্রি হয়েছে।
EiSamay.Com Mi India


সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'উৎসবের মরশুমে কমপক্ষে ১৫ হাজার রিটেইল পার্টনারের কাছ থেকে Mi ভক্তরা নানাবিধ ডিসকাউন্ট ও অফারে স্মার্টফোন কিনেছেন। অন্য দিকে Amazon এবং Flipkart-এর সেলের সাহায্যেই Mi.com-এর কনজিউমার রিচ কমপক্ষে ১৭ হাজার পিনকোডে পৌঁছে গিয়েছে।'

পাশাপাশিই সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে যে, Mi-এর রিটেইল পার্টনারেরা এই উৎসবের মরশুমে তাঁদের বিক্রিবাট্টা আগের থেকে ডাবল করে ফেলেছেন। এছাড়াও সংস্থা বলছে, তাঁদের ব্যবসার এমনতর বৃদ্ধির মূল কান্ডারি রিটেইল পার্টনারেরাই। কারণ গ্রাহকদের চাহিদা মেটাতে মূলত সক্ষম হচ্ছেন রিটেইল বিক্রেতারা, দাবি Mi India-র।

ভারতে Mi-এর চিফ বিজনেস অফিসার রঘু রেড্ডি বলছেন, 'আমাদের প্রডাক্টের উপরে যে কাস্টোমারদের আস্থা রয়েছে, এই ৫০ লক্ষের পরিসংখ্যানই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। আমাদের যতদূর জানা আছে, এর আগে কোনও স্মার্টফোন ব্র্যান্ড ভারতে এত বিপুল পরিমাণে ব্যবসা করেনি। আমরা Mi India গ্রাহকদের কাছে খুবই কম টাকায় সেরা প্রডাক্ট পৌঁছে দিয়েছি এবং ভবিষ্যতে তা আরও বেশি পরিমাণে করব।'

আরও পড়ুন: কেনাকাটির অক্টোবর! 10 হাজারের নীচে সেরা এই স্মার্টফোনগুলি কিনে ফেলুন...

কাউন্টারপয়েন্ট রিসার্চ থেকে জানা গিয়েছে যে, ভারতে স্মার্টফোনের মার্কেট সাইজ এপ্রিল-জুন কোয়ার্টারে ছিল ১.৮ কোটি। আর এই তিন মাসে Mi India প্রায় ৫২ লক্ষেরও বেশি স্মার্টফোন ভারতে বিক্রি করেছে। সেই রিসার্চে আরও বলা হচ্ছে, Xiaomi বা Mi স্মার্টফোন ভারতের স্মার্টফোন মার্কেটে সবার প্রথমেই রয়েছে। ২০২০ সালের সেকেন্ড কোয়ার্টারের পরিসংখ্যান ঠিক এমনই। আর তার সঙ্গেই Mi India-র মার্কেট শেয়ার ২৯ শতাংশ।

আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য শারদ-অফার, পুজো পরিক্রমা এবার মোবাইলেই!

Mi India-র তরফে আরও বলা হচ্ছে যে, নতুন করে যে সব মানুষজন প্রথম বারের মতো স্মার্টফোন কিনতে আগ্রহ দেখাচ্ছেন, তাঁরা প্রায় প্রত্যেকেই Mi-এর স্মার্টফোনই কিনছেন। অন্য দিকে ইতিমধ্যেই Mi-এর যে সব কাস্টোমারেরা রয়েছেন, তাঁরা মিড প্রিমিয়াম রেঞ্জ ছেড়ে সংস্থার প্রিমিয়াম স্মার্টফোন কেনার দিকেই ঝুঁকছেন।

এই সময় ডিজিটালের টেক সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল