অ্যাপশহর

Apple Watch ব্যবহারে বান্ধবীর উপর নজরদারি! কী হল যুবকের সঙ্গে?

সম্প্রতি AirTags-এ বেশ কিছু আপডেট নিয়ে এসেছে Apple। ওই আপডেটে Anti Stalking ফিচার যোগ করা হয়েছে। যাতে করে কোনও ব্যক্তি এই ডিভাইস ব্যবহার করে কোনও অপরাধমূলক কাজ না করতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে Apple। যদিও Apple Watch ব্যবহার করেও যে এই কাজটি করা হতে পারে সেবিষয়ে কোনও আন্দাজ ছিল না Apple-এর।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 29 Mar 2022, 2:16 pm
Apple Watch- এর মাধ্যমে গার্লফ্রেন্ডের গাড়ি ট্র্যাক করার জন্য এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, কোনও রকম অনুমতি না নিয়ে ওই ডিভাইস বসানো হয়েছে। এবং সেকারণেই গ্রেফতার করা হয়েছে।
EiSamay.Com Apple Watch


সম্প্রতি AirTags-এ বেশ কিছু আপডেট নিয়ে এসেছে Apple। ওই আপডেটে Anti Stalking ফিচার যোগ করা হয়েছে। যাতে করে কোনও ব্যক্তি এই ডিভাইস ব্যবহার করে কোনও অপরাধমূলক কাজ না করতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে Apple। যদিও Apple Watch ব্যবহার করেও যে এই কাজটি করা হতে পারে সেবিষয়ে কোনও আন্দাজ ছিল না Apple-এর।

ঘটনাটি আমেরিকার নাসভিল এলাকায়। 29 বছর বয়সী ওই যুবকের নাম লওরেন্স ওয়েলচ (Lawrence Welch)। জানা গেছে ওই যুবক তাঁর বান্ধবীর গাড়ির চাকায় একটি অ্যাপল ওয়াচ (Apple Watch) লাগিয়ে দিয়েছিলেন। এবং একটি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ট্র্যাকিং-এর পুরো কাজটি করছিলেন তিনি। এর ফলে ওই যুবক জানতে পারছিলেন তাঁর বান্ধবী কোথায় কোথায় যাচ্ছেন। এবং বান্ধবীকে না জানিয়েই পুরো কাজটি করছিলেন লওরেন্স নামে ওই যুবক।

অভিযোগকারিণী ওই যুবতি জানিয়েছেন, বারবার বিভিন্ন ভাবে তাঁকে হুমকি দিতেন Lawrence। এবং একে অপরকে ট্র্যাক করতে Life 360 অ্যাপটি ব্যবহার করতেন। তিনি আরও জানিয়েছেন,লওরেন্সের থেকে বাঁচতে ফ্যামিলি সেফটি সেন্টারে গিয়েছিলেন। এবং সেসময় Life 360 অ্যাপটি বন্ধ করে রেখেছিলেন। তখন, ওই যুবতিকে বারবার ফোন করছিলেন লওরেন্স। এবং তাঁর বান্ধবীর লোকেশন জানতে চাইছিলেন। যদিও কোনও জবাব দেননি ওই মহিলা।

এরপর ওই মহিলা জানিয়েছেন, হঠাৎ করে তিনি লওরেন্সকে ওই ফ্যামিলি সেফটি সেন্টারে দেখতে পান। এবং তিনি চমকে ওঠেন। কারণ Life 360 অ্যাপটি বন্ধ করার পরেও কীভাবে তাঁর লোকেশন লওরেন্স বুঝতে পারলেন সেনিয়ে ভাবতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে গ্রেফতার করে ওই যুবককে।

জানা গেছে, নির্দিষ্ট লোকেশনে যখন পুলিশ পৌঁছয় তখন যুবতির গাড়ির পিছনে দাঁড়িয়ে ছিলেন লওরেন্স। এবং তিনি কিছু একটা খোঁজাখুঁজি করছিলেন। এরপরেই পুলিশ দেখতে পায় যে ওই যুবতির গাড়িতে Apple Watch অ্যাটাচ করা হয়েছে। এবং তার সঙ্গে Life 360 অ্যাপটি যুক্ত করা রয়েছে। ফলে ওই যুবতি কোথায় কোথায় যাচ্ছেন তা খুব সহজেই বুঝতে পারতেন লওরেন্স।

অনুমতি না নিয়ে এই অপরের গাড়িতে Apple Watch বসানোর জন্যই লওরেন্সকে গ্রেফতার করা হয়।

Read More- বড় ঘোষণা, 31 মার্চ থেকে এই ফোনগুলিতে চলবে না WhatsApp
Read More-বন্ধ হচ্ছে COVID Caller Tune! কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল