অ্যাপশহর

LG Stylo 7 5G আসছে খুব জলদি, অনবদ্য ডিজাইনে নজরকাড়া লুক!

LG Stylo 7 5G ফোনটি আসলে Stylo 6-এর পরবর্তী প্রজন্ম, যা চলতি বছরের শুরুতেই লঞ্চ করেছিল। লঞ্চ হওয়ার সময়ে ফোনটির দাম ছিল 219.99 মার্কিন ডলার, ভারতীয় মূল্যে প্রায় 16000 টাকা।

EiSamay.Com 30 Dec 2020, 3:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরবর্তী প্রজন্মের Stylo স্মার্টফোন নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে LG। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই LG Stylo 7 5G মডেলের লুক এবং ডিজাইন। সেই দিকেই নজর রাখা যাক।
EiSamay.Com LG Stylo 7 5G


OnLeaks-এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, LG Stylo 7 5G মডেলের মাপ প্রায় 170.4 x 77.2x 8.8mm। ডিসপ্লের ঠিক উপরে সেলফি ক্যামেরার জন্য দেওয়া হচ্ছে পাঞ্চ-হোল কাট। এই মডেলে 6.8 ইঞ্চির প্যানেল থাকবে বলে জানা গিয়েছে। LG-র এই নয়া স্মার্টফোনের ব্যাক প্যানেলে গ্লাস বডি দেওয়া হবে আর সেখানেই থাকবে ক্যামেরা মডিউল। সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরস থাকবে বলে জানা গিয়েছে।

এই LG Stylo 7 5G-র স্ক্রিনেই দেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির সাইডে থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন। Google Assistant-এর জন্য একটি ডেডিকেটেড বাটনও থাকছে এই ফোনে। কানেক্টিভিটির জন্য এই LG মডেলে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং স্টাইলাস থাকবে।


LG Stylo 7 5G ফোনটি আসলে Stylo 6-এর পরবর্তী প্রজন্ম, যা চলতি বছরের শুরুতেই লঞ্চ করেছিল। লঞ্চ হওয়ার সময়ে ফোনটির দাম ছিল 219.99 মার্কিন ডলার, ভারতীয় মূল্যে প্রায় 16000 টাকা। এই স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং ডিসপ্লের ঠিক উপরে ওয়াটার ড্রপ নচ। octa-core MediaTek Helio P35 প্রসেসর দ্বারা চালিত এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2TB অবধি বাড়িয়েও নেওয়া যেতে পারে।

Redmi 9T আসছে নতুন বছরে! সম্ভাব্য ফিচার্সে নজর রাখুন
ফোটোগ্রাফি ডিপার্টমেন্টের দিক থেকে এই LG Stylo 6 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 13MP-র। এছাড়াও এতে একটি 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 5MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এতে 13MP সেন্সর থাকছে।

Realme Q2 আসছে ভারতে! কমদামি এই ফোনের সব ফিচার্স জানুন
LG Stylo 6-এ অত্যন্ত শক্তিশালী 4000mAh ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের দিক থেকে এতে Android 10-এর আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে।

পরের খবর