অ্যাপশহর

Lava Probuds N1 নেকব্যান্ড-স্টাইল ইয়ারফোন লঞ্চ হল ভারতে, দাম মাত্র 1,499 টাকা

Lava Probuds N1 Price And Specifications: এই নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 1,499 টাকায়। চারকোল গ্রে এবং বেরি ব্লু এই দুই কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে ইয়ারফোনটি। Lava-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে ইতিমধ্যেই এই ইয়ারফোনের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে।

EiSamay.Com 19 Oct 2021, 10:18 pm
Lava Probuds N1: ভারতে একটি দুর্দান্ত নেকব্যান্ড-স্টাইল ইয়ারফোন নিয়ে হাজির হল Lava। কোম্পানির সেই লেটেস্ট ইয়ারফোনের নাম Lava Probuds N1। নতুন এই ইন-ইয়ার ব্লুটুথ ইয়ারফোন লঞ্চ করা হয়েছে মোট দুটি কালার অপশনে। ডুয়াল কানেক্টিভিটি ফিচার রয়েছে এই ইয়ারফোনে, যার সাহায্যে একই সঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করতে পারবেন গ্রাহকরা। Lava Probuds N1-এ রয়েছে দুটি 10mm ডায়নামিক ড্রাইভার্স, যা গ্রাহককে ব্যালেন্সড বেস এবং স্টিরিও সাউন্ডের অভিজ্ঞতা দিতে পারবে। বেশ বড় এবং শক্তিশালী একটি 220mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে ইয়ারফোনে, যা লাগাতার 30 ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে।
EiSamay.Com Lava Probuds N1


Lava Probuds N1 ভারতে দাম ও উপলব্ধতা -

Lava Probuds N1 নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 1,499 টাকায়। চারকোল গ্রে এবং বেরি ব্লু এই দুই কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে ইয়ারফোনটি। Lava-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে ইতিমধ্যেই এই ইয়ারফোনের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে। এই ইয়ারফোন যাঁরা কিনবেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারান্টি অফার করবে Lava। ম্যানুফাকচারিং ডিফেক্ট থাকলেই রিপ্লেসমেন্ট করিয়ে নিতে পারবেন।

Lava Probuds N1 স্পেসিফিকেশনস, ফিচার্স -

এটিই Lava-র প্রথম নেকব্যান্ড ইয়ারফোন, যাতে দুটি 10mm ড্রাইভার দেওয়া হয়েছে এবং তাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ 50–80,000Hz। মেটাল ও সিলিকনের কম্বিনেশনে তৈরি এই ইয়ারফোনটি ওজনে খুবই হালকা, এর্গোনমিক ডিজাইনও দেওয়া হয়েছে। ম্যাগনেটিক সাপোর্টেড এই ইয়ারফোনে ব্যবহার করে যে কোনও জায়গায় গেলেই গ্রাহক স্বস্তি অনুভব করবেন বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। ইয়ারপ্লাগগুলি তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে। পাওয়ার অন অফের জন্য এই ইয়ারফোনে রয়েছে একটি ডেডিকেটেড স্লাইডার।

18,500 টাকায় বাজারে এল Apple AirPods 3, সস্তা হল AirPods 2
ডুয়াল কানেক্টিভিটি সাপোর্ট করবে এই নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন। অর্থাৎ এই ইয়ারফোনের সাহায্যে আপনি একই সঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এছাড়াও, কানেক্টিভিটির দিক থেকে রয়েছে Bluetooth v5 । পাশাপাশিই আবার ফোন কলের আসার সময় ভাইব্রেশন অ্যালার্টের মাধ্যমে সজাগ করা হবে গ্রাহকদের। জল এবং ধুলোবালি থেকে রক্ষার জন্য IPX5 রেটিং দেওয়া হয়েছে এই ইয়ারফোনে। হ্যান্ডস-ফ্রি কলিংও সাপোর্ট করবে এই Lava Probuds N1 নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন।

কম দামে দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির Realme GT Neo 2T ও Realme Q3s!
এই Lava Probuds N1 ইয়ারফোনে একটি শক্তিশালী 220mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ইয়ারফোন 30 ঘণ্টার প্লেটাইম এবং 200 ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে এবং তা সিঙ্গেল চার্জেই। Lava-র পক্ষ থেকে আরও দাবি করে বলা হচ্ছে, মাত্র 20 মিনিট চার্জ দিলেই Lava Probuds N1 আট ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারবে। Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে, এই ইয়ারফোনের ওজন মাত্র 45 গ্রাম।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল