অ্যাপশহর

Lava Blaze NXT: প্রিমিয়াম গ্লাস ডিজাইনের সঙ্গে 7 GB RAM, 10,000 টাকার কমে হাজির নয়া 'দেশি' মোবাইল

Lava Blaze NXT Price: সস্তায় ফের নতুন ফোন নিয়ে এল Lava Mobiles। 10,000 টাকা কম দামের এই ফোনে রয়েছে প্রিমিয়াম ডিজাইন। এছাড়াও থাকছে 5,000 mAh ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইন। আর কী কী ফিচার থাকছে? কিনতে খরচ কত? দেখে নিন।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 26 Nov 2022, 2:15 pm
Lava Blaze NXT Launched in India: সস্তার স্মার্টফোন বাজারের দখল নিতে প্রতিযোগিতা তুঙ্গে। Redmi, Realme - র মতো চিনা কোম্পানিগুলির সঙ্গেই Samsung - এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডও এই সেগমেন্টে একের পর এক নতুন ফোন এনেছে। তবে পিছিয়ে নেই ভারতীয় সংস্থা Lava। 10,000 টাকার কম খরচে সম্প্রতি একের পর এক ফোন এনেছে দেশি কোম্পানিটি। ফের নতুন সস্তার ফোন এনেছে Lava Mobiles। চলতি সপ্তাহেই লঞ্চ হয়েছে Lava Blaze NXT। এই ফোনে প্রিমিয়াম গ্লাস ডিজাইনের সঙ্গে পাবেন 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 6.5 ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। 4 GB RAM - এর সঙ্গে পাবেন 3 GB ভার্চুয়াল RAM সাপোর্ট। বাজেট সেগমেন্টের নয়া ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। সেখানেই থাকছে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ।
EiSamay.Com Lava Blaze NXT
10,000 টাকার কমে লঞ্চ হয়েছে Lava Blaze NXT


Lava Blaze NXT: দাম
ভারতে Lava Blaze NXT কিনতে 9,299 টাকা খরচ হবে। 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কেনা যাবে। লাল ও সবুজ রঙে কেনা যাবে এই ফোন। দেশের সব রিটেল স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। Amazon.in ও Lava ই-স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হবে 2 ডিসেম্বর।

Lava Blaze NXT: স্পেসিফিকেশন
Lava Blaze NXT - এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে শক্তি জোগাবে MediaTek Helio G37 চিপসেট। সঙ্গে থাকছে 4 GB RAM। এছাড়াও 3 GB ভার্চুয়াল RAM সাপোর্ট পাবেন। থাকছে 64 GB স্টোরেজ।
Lava Yuva Pro: এক চার্জে 13 দিন! Redmi, Realme-কে টেক্কা দিতে সস্তায় দুর্দান্ত ফোন আনল ভারতীয় সংস্থা
ছবি তোলার জন্য Lava Blaze NXT - এর পিছনে 3 টি ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 13 MP সেন্সর। এই ক্যামেরায় AI সাপোর্ট থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 MP ক্যামেরা। এই ফোনে প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন পাবেন। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Lava Blaze 5G: 10,000 টাকার কমে 5G ফোন, 50 MP AI ক্যামেরার সঙ্গে রয়েছে গুচ্ছের ফিচার
Lava Blaze NXT - এ রয়েছে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে গোটা দিন চলবে এই ফোন। USVB Type-C পোর্টে চার্জ হবে Lava Blaze NXT। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন।
Lava Blaze Pro: সস্তায় শক্তিশালী প্রসেসরের সঙ্গে দুর্দান্ত গেমিং, 50 MP AI ক্যামেরা সহ ফোন আনল ভারতীয় সংস্থা
মোবাইল, গেমস, ল্যাপটপ, স্মার্টওয়াচ সহ প্রযুক্তি দুনিয়ার সব খবর জানতে চোখ রাখুন এই সময় ডিজিটালের টেক-এর পাতায়।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর