অ্যাপশহর

বিশ্বের সেরা ১০ জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলি? জানুন এক ক্লিকে

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর সবচেয়ে বেশি দেখা ওয়েবসাইট কোনগুলি? এই তথ্য খুঁজতেই সম্প্রতি সমীক্ষা করেছিল এক তথ্য-প্রযুক্তি সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে ১০টি ওয়েবসাইট, যেখানে মাসিক ১৬ হাজার ৭০০ কোটি ভিউয়ার (পাঠক ও দর্শক) প্রতি মাসে গিয়েছেন। গতবছর কোন সাইটগুলিতে সবচেয়ে বেশি ভিউয়ার্স দেখা গেছে? রইল সেই তথ্য-

EiSamay.Com 20 Feb 2020, 7:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর সবচেয়ে বেশি দেখা ওয়েবসাইট কোনগুলি? এই তথ্য খুঁজতেই সম্প্রতি সমীক্ষা করেছিল এক তথ্য-প্রযুক্তি সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে ১০টি ওয়েবসাইট, যেখানে মাসিক ১৬ হাজার ৭০০ কোটি ভিউয়ার (পাঠক ও দর্শক) প্রতি মাসে গিয়েছেন। গতবছর কোন সাইটগুলিতে সবচেয়ে বেশি ভিউয়ার্স দেখা গেছে? রইল সেই তথ্য-
EiSamay.Com know the 10 most popular websites in the world
বিশ্বের সেরা ১০ জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলি? জানুন এক ক্লিকে


১) গুগল (Google)

গোটা বিশ্বে সবচেয়ে বেশিবার যে ওয়েবসাইটে নেটিজেনরা যান, তা হল গুগল। অবশ্যই এই নিয়ে কোনও সন্দেহ ছিল না!

২) ইউটিউব (Youtube)

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে উঠে এসেছে ইউটিউবের নাম। ভিডিয়ো দেখার জন্য ইউটিউবকেই পছন্দ করা হয়।

৩) ফেসবুক (Facebook)

২০০ কোটির বেশি ইউজার রয়েছে ফেসবুকে। স্বাভাবিক ভাবেই তৃতীয় স্থানে রয়েছে মার্ক জুকেরবার্গের ফেসবুক।

৪) বাইডু (Baidu)

বাইডু হল গুগলকে চিনের জবাব! অর্থাৎ, চিনের নিজস্ব সার্চ ইঞ্জিন। আর এটিই বিশ্বের চতুর্থ সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট।

৫) উইকিপিডিয়া (Wikipedia)

বিশ্বের পঞ্চম 'মোস্ট ভিসিটেড' ওয়েবসাইট হল উইকিপিডিয়া।

৬) অ্যামাজন (Amazon)

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন রয়েছে ষষ্ঠ স্থানে।

৭) টুইটার (Twitter)

দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার বিশ্বের সপ্তম সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট।

৮) ইনস্টাগ্রাম (Instagram)

ফেসবুক অধিকৃত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে অষ্টম পজিশনে।

৯) ইয়াহু (Yahoo)

আরেক সার্চ ইঞ্জিন ইয়াহু রয়েছে নবম স্থানে।

১০) এক্সভিডিয়োস (Xvideos)

চমকপ্রদ হলেও বাস্তব! পর্ন সাইট এক্সভিডিয়োর হচ্ছে বিশ্বের দশম সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল