অ্যাপশহর

World Emoji Day 2021: দিনরাত ইমোজিতে মজে! সঠিক অর্থ জানেন তো?

World Emoji Day 2021: 17 জুলাই সারা বিশ্বেই সাড়ম্বরে পালিত হয় ইমোজি দিবস। কেন এই দিন পালিত হয়, আর কেই বা শুরু করেছিলেন? তার থেকেও আগে জেনে নেওয়া উচিত, আমরা রোজ যে সব ইমোজি ব্যবহার করে থাকি, তাদের প্রকৃত অর্থ কী। জানুন সব তথ্য...

Lipi 17 Jul 2021, 6:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আজকাল সোশ্যাল মিডিয়ায় Emoji ছাড়া কোনও কথোপকথন সম্পূর্ণ হয় না। টেক্সট মেসেজের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করার একমাত্র উপায় ইমোজি। প্রতি বছরই 17 জুলাই বিশ্বজুড়ে পালিত হয় World Emoji Day। 2014 সাল থেকে এই দিন ইমোজি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিশেষ এই দিনটি সর্বপ্রথম পালন করেছিলেন লন্ডনের ইমোজিপিডিয়ার প্রতিষ্ঠাতা জেরেমি বার্জ। সে দিন তাঁর বার্তা ছিল, 'এই দিন পালন করার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না।' এই 17 জুলাই বহু মানুষ শুধুমাত্র ইমোজির মাধ্যমেই কথা বলে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
EiSamay.Com Emoji


WhatsApp থেকে Instagram, Twitter থেকে Facebook, সব জায়গায় রয়েছে ইমোজি। এমনকি বাজারে ইমোজি প্রিন্টের বালিশ, কফি মাগ, কম্বল থেকে শুরু করে আরও কত কী, মুড়ি মুড়কির বিক্রি হচ্ছে। সেই সঙ্গেই আবার বিগত কয়েক বছরে সামনে এসেছে একাধিক নতুন ইমোজি। অনেক ইমোজি আমরা প্রতিদিনই ব্যবহার করি। যদিও, অনেক সময় ইমোজির ভুল মানে জানার কারণে টেক্সট মেসেজের মানে বদলে যায়। তাই, WhatsApp, Facebook, Instagram, Twitter-এ ব্যবহৃত বিভিন্ন ইমোজির মানে জেনে নেওয়া খুবই জরুরি। বিশ্ব ইমোজি দিবসেই জেনে নিন জনপ্রিয় সেই সব ইমোজির মানে।

আরও পড়ুন: Facebook Messenger-এ ইমোজি পাঠালেই আওয়াজ! এসে গেল Soundmojis ফিচার

হার্টের সঙ্গে স্মাইলিং ফেস

একটি হলুদ হাসি মুখের ইমোজির চারপাশে একাধিক হার্ট সাইন। খুবই জনপ্রিয় এই ইমোজি খুশির সময় ব্যবহার করেন অনেকেই। এই ইমোজির প্রকৃত অর্থ ভালবাসায় থাকা।

ডান্সিং ট্যুইন সঙ্গে ব্ল্যাক হর্ন

তরুণীরা উত্তেজিত হলে, এই ইমোজি ব্যবহার করেন। যদিও, এই ইমোজির প্রকৃত অর্থ আলাদা। কালো হর্নগুলি আসলে বানি ইয়ার। জাপানে এই ধরনের পোশাক যৌনতাকে প্রকাশ করে।

প্লিডিং ফেস

হলুদ রঙের এই মুখ দেখলে মনে হবে, এই ব্যক্তি যে কোনও সময় কেঁদে ফেলবেন। যদিও এর প্রকৃত অর্থ আলাদা। আদতে এই ইমোজির মানে, অনুরোধ করা। 'পাপি ডগ আই' নামেও জনপ্রিয় এই ইমোজি। কারও আচরণে মুগ্ধ হলে, অনেকে এই ইমোজি ব্যবহার করেন।

শুটিং স্টার

সোশ্যাল মিডিয়ায় কিছু ম্যাজিকাল বোঝানোর জন্য এই ইমোজি ব্যবহার করেন অনেকে। কিন্তু, এই ইমোজি আসলে মাথা ঘোরা প্রকাশ করে। তাই, পরের বার এই ইমোজি সঠিক জায়গায়, সঠিক সময়ে ব্যবহার করুন।

পুপ ইমোজি

মজার ছলে ব্যবহৃত হয় এই ইমোজি। যদিও, সৌভাগ্যের কামনা করার জন্যও এই ইমোজি ব্যবহার হওয়া উচিত। জাপানে এই ইমোজির অর্থাৎ সৌভাগ্য কামনা করা।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল