অ্যাপশহর

আর অর্ডার দেওয়ার প্রয়োজন নেই, এবার বিশেষ ছাড়ে JioPhone Next মিলবে এখানে

JioPhone Next : JioPhone Next-এর ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে Reliance। এবং এখন আর প্রি অর্ডার করার প্রয়োজন নেই। Reliance Digital ওয়েবসাইট থেকেই বিশেষ ছাড়ে পাওয়া যাবে ফোনটি।

EiSamay.Com 26 Nov 2021, 11:39 am
JioPhone Next : আর অর্ডার করার প্রয়োজন নেই। এবার সরাসরি JioPhone Next কিনতে পারবেন ইচ্ছুকরা। সংস্থার তরফে এবিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। Reliance Digital Website এর মাধ্যমে ওই ফোন কেনা যাবে। এর আগে ওই ফোনটি কেনার জন্য আগে থেকে অর্ডার করার প্রয়োজন হচ্ছিল। এবং Jio Mart স্টোর থেকে ওই ফোন সংগ্রহ করতে পারছিলেন গ্রাহকরা। ফোনটিতে রয়েছে Snapdragon 215 SoC প্রসেসর, 5.45 ইঞ্চি ডিসপ্লে এবং 13 মেগাপিক্সেলস রিয়ার ক্যামেরা রয়েছে।
EiSamay.Com Reliance jio


Jio Phone Next কেনার প্ল্যান আছে? আগে সব তথ্য জেনে নিন
ভারতে JioPhone Next-এর দাম
চলতি মাসের শুরুতেই Reliance JioPhone Next বাজারে লঞ্চ করে। এতদিন পর্যন্ত যাঁরা প্রি-অর্ডার করেছেন তাঁরাই শুধুমাত্র ফোনটি পাচ্ছিলেন। কিন্তুু এবার যে কেউ Reliance Digital ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। বর্তমানে ফোনটির দাম রয়েছে 6499 টাকা। যাঁরা এককালীন পুরো টাকা দিয়ে ফোনটি কিনতে পারবেন না তাঁদের জন্য EMI এরও সুবিধা রয়েছে। বেশ কয়েকটি প্ল্যানে EMI-র সুবিধা পাবেন ক্রেতারা। সবথেকে কম 305.93 টাকা থেকে এই ফোনটির জন্য EMI শুরু হচ্ছে। এর সঙ্গে অবশ্য গ্রাহকরা ডেটা বেনিফিটও পাবেন। তবে, EMI- এর মাধম্যে ফোনটি কিনলে তুলনামূলক বেশি টাকা দিতে হবে গ্রাহককে। বরং, কেউ যদি নগদ টাকা দিয়ে ফোন কেনেন এবং আলাদা করে কোনও ডেটা প্ল্যান গ্রহণ করেন সেক্ষেত্রে তাঁদের কম টাকা খরচ করতে হবে।
বর্তমানে অবশ্য Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ বিশেষ ছাড় পাবেন। এছাড়াও American Express ক্রেডিট কার্ড গ্রাহকরা 7.5 শতাংশ, ICICI ব্যাঙ্কের ক্রেটিড কার্ড গ্রাহকরা 5 শতাংশ বিশেষ ছাড় পাবেন। এই ছাড় শুধুমাত্র Reliance Digital-এর তরফে দেওয়া হচ্ছে। এছাড়াও Reliance Digital অফলাইন স্টোর থেকেও ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।

দেশের প্রথম Airtel 5G ট্রায়াল হল বাংলায়
Jio Phone Next Specification
ফোনটিতে রয়েছে, Qualcomm Snapdragon 215 SoC। এছাড়াও ডুয়েল সিমের সুবিধা রয়েছে ফোনটিতে। তারমধ্যে একটি সিম অবশ্যই Jio হতে হবে। দ্বিতীয় স্লটে অন্য কোনও সংস্থার সিম ব্যবহার করা যাবে। ফোনটিতে দেওয়া হয়েছে 5.45 ইঞ্চির ডিসপ্লে যেখানে রয়েছে গরিলা গ্লাস প্রটেকশন। এছাড়াও 2GB RAM এবং 32 GB স্টোরেজ রয়েছে ফোনটিতে। এছাড়াও 512GB পর্যন্ত মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্রগতি OS। Google এর সঙ্গে যৌথ উদ্যোোগে ফোনটি বাজারে আনা হয়েছে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল