অ্যাপশহর

Jio-জয়ন্তীতে ফিরে দেখা 4G-বিপ্লবের ডিজিটাল রূপকথা

একবছরে Jio-র সাফল্যগুলি দেখে নেওয়া যাক একনজরে

EiSamay.Com 4 Sep 2017, 5:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপ্লবের এক বছর পূর্তি। এবার সময় ভারতীয় টেলিকম ক্ষেত্রে Jio বিপ্লবের একবছর পূর্তির। Jio-র দৌলতেই অল্প খরচায় আজ 4G ডেটা ব্যবহার করছে ভারত। Jio-র সঙ্গে প্রতিযোগিতার জেরেই একের পর এক কম খরচের প্ল্যান বাজারে আনতে বাধ্য হয়েছে অন্য টেলিকম সংস্থাগুলি।
EiSamay.Com jio 4g
Jio-জয়ন্তীতে ফিরে দেখা 4G-বিপ্লবের ডিজিটাল রূপকথা


কার্যত নিখরচায় মোবাইল ও ইন্টারনেটের এক নয়া দুনিয়া খুলে দেয় রিয়ালেন্স Jio। এবার Jio ফোনের দৌলতে সস্তার স্মার্টফোনের বাজারেও মাত করতে হাজির Jio।

আরও পড়ুন: ​ Jio ফোনের জন্য হুড়োহুড়ি, ক্র্যাশ করে গেল সাইট!

একবছরে Jio-র সাফল্যগুলি দেখে নেওয়া যাক একনজরে –

বিশ্বের একমাত্র সম্পূর্ণ 4G IP নেটওয়ার্ক Jio
ভারতের সংখ্যাগরিষ্ঠ অংশ Jio-র হাত ধরে 4G নেটওয়ার্ক ব্যবহার করছে। এ দেশে সবথেকে বেশি ফাইবার কেবল বসিয়েছে Jio।

ভারতে মোবাইল ডেটা ব্যবহার
শুরুতে যা ছিল ২০ কোটি GB। বর্তমানে Jio-র মাধ্যমে ভারত মাসে ১২৫ কোটি GB ডেটা ব্যবহার করে।

মোবাইল ডেটা ব্যবহারে ভারত এগিয়ে
অন্যতম কারণ রিলায়েন্স Jio। যার সূত্রপাতের পরই মোবাইল ডেটা ব্যবহারে প্রথম তিন দেশের মধ্যে উঠে এসেছে ভারত। আর এর মধ্যেই, দেশের অন্য টেলিকম সংস্থাগুলির তুলনায় ৫ গুণ বেশি ব্যবহার করা হয় Jio –র 4G ডেটা।

দ্রুততম সাবস্ক্রিপশন
সেকেন্ডে ৭ জন ক্রেতা। বিশ্বের কোনও টেকনলজি সংস্থা এই রেকর্ড করে দেখাতে পারেনি। মাত্র ১৭০ দিনে ১০০ মিলিয়ন ক্রেতা সামিল হয়েছেন Jio পরিবারে। বর্তমানে যার সদস্য সংখ্যা ১৩০ মিলিয়নের বেশি।

আরও স্পিড
TRAI-এর স্পিডটেস্ট পোর্টালের রিপোর্ট অনুয়ায়ী, ভারতের সবচেয়ে দ্রুত স্পিড রয়েছে Jio-র।

এবার ব্রডব্যান্ডে
ব্রডব্যান্ড ব্যবসায় Jio জমানা শুরুর পর থেকেই কমপক্ষে ১০০ মিলিয়ন বেড়েছে ভারতের ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা।

প্ল্যান-এর সরলীকরণ
Jio-র আগে অন্যান্য টেলিকম মিলিয়ে প্রায় ১৬ হাজার প্ল্যান ছিল গ্রাহকদের জন্য। কিন্তু, Jio মাত্র ২টি প্ল্যান নিয়ে লঞ্চ করে। এর জেরে নিজেদের প্ল্যান কমিয়ে আনতে বাধ্য হয় অন্য টেলিকমগুলিও।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল