অ্যাপশহর

Jio-র 4G ফোনের বুকিং জানেন? এক ক্লিকেই জেনে নিন

২৪ অগস্ট থেকেই Jio ফোনের বুকিং শুরু।

EiSamay.Com 18 Aug 2017, 5:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঘোষণা হওয়ার পর থেকেই Jio ফোন-কে নিয়ে আগ্রহ তুঙ্গে। বিনাপয়সায় 4G ফোন যে বিপ্লব ঘটাবেই, তা কেউ অস্বীকার করবে না। ১৫ অগস্ট থেকে শুরু হয়েছে Jio ফোন-এর ট্রায়াল। কিন্তু, ২৪ অগস্ট থেকেই বুক করা যাবে Jio ফোন।
EiSamay.Com jio 4g
Jio-র 4G ফোনের বুকিং জানেন? এক ক্লিকেই জেনে নিন


আরও পড়ুন: ​ আপনার Jio অ্যাকাউন্ট রয়েছে? তাহলে স্বাগত ক্যাশব্যাকের মেলায়!!

কিন্তু, কীভাবে?

১) মাত্র একটা SMS-এই বুক করা যাবে Jio ফোন।

২) ফোনের ইনবক্সে গিয়ে নিউ মেসেজ অপশনে যান। সেখানে টাইপ করুন, JP>এলাকার পিন কোড>নিকটবর্তী Jio স্টোরের কোড।

৩)SMS-টি পাঠিয়ে দিন 702 11 702 নম্বরে।

৪) একটি ‘Thank You’ মেসেজ আসবে আপনার মোবাইলে।

৫) এরপর বুকিং সংক্রান্ত বাকি তথ্য আপনার নম্বরেই জানানো হবে।

৬) সেই তথ্য নিয়ে যোগাযোগ করুন নিটকবর্তী Jio স্টোরে।

আরও পড়ুন: ​ জিও 4G ফিচার ফোনের জন্য WhatsApp আনছে নতুন ভার্সান!

এভাবেই সহজ পদ্ধতিতে হাতে পান Jio ফোন। এবং উপভোগ করুন 4G। কিন্তু, অবশ্যই ২৪ অগস্টের পর থেকে। এই সময়ের পর থেকেই টেলিকম বাজারের সিংহভাগ দখল করতে পারে রিলায়েন্সের Jio।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল