অ্যাপশহর

It's official! এবার ভিডিয়ো কল হোয়াটসঅ্যাপেও

প্রতিক্ষার অবসান। এবং অবশ্যই সুখবর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য।

EiSamay.Com 25 Oct 2016, 6:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিক্ষার অবসান। এবং অবশ্যই সুখবর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। এবার হোয়াটসঅ্যাপ-এও মিলবে ভিডিয়ো কলিংয়ের সুবিধা। মঙ্গলবার অ্যান্ড্রয়েড সিস্টেমে ভিডিয়ো কলিং ফিচার লঞ্চ করল বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ।
EiSamay.Com its official
It's official! এবার ভিডিয়ো কল হোয়াটসঅ্যাপেও


গত সপ্তাহে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ভিডিয়ো-কলিংয়ের ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। এবার ওই সুবিধা ভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও। হোয়াটসঅ্যাপ-এ ভিডিয়ো কল করতে হলে ক্লিক করতে হবে কলিং বাট্‌নে। সেখানেই দুটি অপশন মিলবে, 'ভয়েস' ও 'অডিয়ো'। ওই ফিচারেই রেয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাওয়া যাবে। কোনও ভিডিয়ো কল মিস করলে, সেই নোটিফিকেশন-ও পাওয়া যাবে।

সেক্ষেত্রে কল ব্যাক করতে হলে, ওই একই মেনু-তে ক্লিক করলেই চলবে। তবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং ফিচার এখনও চালু করা হয়নি ios-এ। হোয়াটসঅ্যাপ-এর আপডেটেড ভার্সানে মিলবে ভিডিয়ো কলিংয়ের সুবিধা।

* Android users, the much-awaited video-calling feature on WhatsApp is finally here.

* Facebook-owned WhatsApp has started rolling out the much-awaited video calling feature to Android users.

* The latest update is presently available only to official Android beta testers.
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল