অ্যাপশহর

iPhone7-কে জোর টক্কর দিতে আসছে নোকিয়া

HMD Global নামে যে সংস্থা এখন নোকিয়ার যাবতীয় হ্যান্ডসেট তৈরি করে জানিয়েছে, এটা সবে শুরু। চলতি বছরে একের পর এক দুরন্ত সব মোবাইল বিশ্ব বাজারে লঞ্চ করবে নোকিয়া।

EiSamay.Com 10 Mar 2017, 8:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত মাসের শেষে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ (MWC) তিনটি নতুন মোবাইল লঞ্চ করে নোকিয়া। যার মধ্যে নোকিয়া ৩৩১০-ও ছিল। HMD Global নামে যে সংস্থা এখন নোকিয়ার যাবতীয় হ্যান্ডসেট তৈরি করে জানিয়েছে, এটা সবে শুরু। চলতি বছরে একের পর এক দুরন্ত সব মোবাইল বিশ্ব বাজারে লঞ্চ করবে নোকিয়া।
EiSamay.Com iphone7
iPhone7-কে জোর টক্কর দিতে আসছে নোকিয়া


সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ, আগামী জুন মাসে নোকিয়া নিজের ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করতে চলেছে। যেমনটা করে অ্যাপল, গুগল বা স্যামসাঙ। এ বার এই সমস্ত ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিতে চলেছে নোকিয়া। এক সঙ্গে ২টি ফোন লঞ্চ করা হবে। যার একটাতে র্যা ম থাকবে ৪ জিবি এবং অন্যটিতে ৬ জিবি। দুটি মোবাইলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 SoC প্রসেসর থাকছে।

দু’টি মোবাইল সম্পূর্ণ মেটালের তৈরি হবে। ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকবে। সম্ভবত তাতে ২৩ মেগাপিক্সেল সেন্সর লাগানো থাকবে। তবে তাতে কার্ল জিইস বা পিওর ভিউ প্রযুক্তি থাকছে না। কারণ নোকিয়া সম্প্রতি নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে যে, তারা আর কার্ল জিইস আর ব্যবহার করবে না।

মনে করা হচ্ছে, আপাতত বাজেট স্মার্টফোনে নজর দিলেও ভবিষ্যতে সমস্ত বড় ব্র্যান্ডের ঘুম কাড়তে পারে নোকিয়া। একের পর এক লাইন-আপ রয়েছে তাদের। তা ছাড়া পুরনো বহু জনপ্রিয় মডেল নতুন করে লঞ্চ করা হবে বলে খবর।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল