অ্যাপশহর

iPhone-এর বিক্রি কেন কমল? CEO-র বেতনে কোপ!

বিশ্বের অন্যতম বৃহত্‍‌ এই তথ্যপ্রযুক্তি সংস্থার গত ১৫ বছরে এই প্রথম বিক্রি কমল।

EiSamay.Com 7 Jan 2017, 10:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সংস্থার বিক্রিতে ধাক্কা। যার নির্যাস, CEO-র বেতনে কোপ। এই আর্থিক বছরে অ্যাপেল-এর বিক্রি কমেছে। বিশ্বের অন্যতম বৃহত্‍‌ এই তথ্যপ্রযুক্তি সংস্থার গত ১৫ বছরে এই প্রথম বিক্রি কমল। তাই একলাফে ১৫ শতাংশ ছেঁটে দেওয়া হল খোদ সিইও টিম কুকের বেতন।
EiSamay.Com iphone ceo
iPhone-এর বিক্রি কেন কমল? CEO-র বেতনে কোপ!


সংস্থার হিসেবে দেখা গিয়েছে, গত আর্থিক বছরে টিম কুককে ১.০৩ কোটি মার্কিন ডলার দিয়েছিল অ্যাপেল। এবারে তা কমে হয়েছে ৮৭ লক্ষ মার্কিন ডলার। শুধু সিইও-রই নয়, বেতনে কোপ পড়েছে অন্যান্য উচ্চপদস্থ কর্তাদেরও। দেখা যাচ্ছে, অ্যাপেল-এর রেভিনিউ কমেছে ৮ শতাংশ। কার্যকরী মুনাফা কমেছে ১৬ শতাংশ। দেখা গিয়েছে, বিক্রি কমেছে আইফোনের।

২০০১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম লাভের পরিমাণ কমল অ্যাপেল-এর। এর আগে ২০০১ সালে অ্যাপেল-এর প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের আইপড বাজারে আনার আগের বছর কমেছিল মুনাফা।

#Apple penalized CEO Tim Cook for the iPhone maker’s first sales slump in 15 years with a 15 percent pay cut.
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল