অ্যাপশহর

Passport Seva: পাসপোর্ট সাইটের নামে ইন্টারনেটে পাতা জালিয়াতদের ফাঁদ, ভুয়ো সাইট চিনবেন কী করে?

ভুয়ো পাসপোর্ট সাইট নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক

Produced bySohini Das | EiSamay.Com 21 Feb 2023, 6:43 pm
পাসপোর্টের জন্য আবেদন করা থেকে হাতে পাসপোর্ট পাওয়া পর্যন্ত একটা লম্বা পর্বের মধ্যে দিয়ে যেতে হয় নাগরিকদের। আর তার মধ্যে সবচেয়ে সময় লাগে সম্ভবত পুলিশ ভেরিফিকেশনে। আর সেই জটিল পদ্ধতিকে সহজ করে তুলতেই সম্প্রতি একটি অ্যাপ তৈরি করেছে বিদেশ মন্ত্রক। যেখানে 15 দিনের ভেরিফিকেশনের সময়সীমাকে কমিয়ে আনা সম্ভব মাত্র পাঁচ দিনে। কারণ ডিজিটাল ভারতে এবার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনও হতে চলেছে পেপারলেস। ইতিমধ্যেই দিল্লি পুলিশের বিশেষ শাখার আধিকারিকদের এই কাজের উদ্দেশে দেওয়া হয়েছে ট্যাব। দিন কয়েক আগেই ওই অ্যাপটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ ভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় অনলাইনেই। তার জন্য রয়েছে সরকারি ওয়েবসাইট। সেখান থেকেই একমাত্র পাসপোর্টের আবেদন সম্ভব। তবে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাসপোর্টের একাধিক ভুয়ো সাইট। যেখানে পাতা রয়েছে ফাঁদ। কীভাবে চিনবেন আসল কোনটা। কোন সাইটগুলিই বা নকল। দেখে নিন চট করে।
EiSamay.Com india government has warned users against fake websites and apps claiming to offer passport services
Passport Seva: পাসপোর্ট সাইটের নামে ইন্টারনেটে পাতা জালিয়াতদের ফাঁদ, ভুয়ো সাইট চিনবেন কী করে?


www.indiapassport.org: পা বাড়ালেই বিপদ

আন্তর্জাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাসপোর্টের একাধিক ভুয়ো সাইট। আর পাসপোর্ট আবেদনের জন্য সেখানে ভুলবশত ঢুকে পড়লেই কিন্তু মহাবিপদ। এমনকী হ্যাক হতে পারে আপনার মোবাইলও। www.indiapassport.org- কিন্তু তেমনই একটি সাইট। যেখানে ঢুকলেই দেখাবে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তার সঙ্গে আপনার পাসপোর্টের কোনও যোগ নেই বটে। তবে ওই সাইটের মাধ্যমে আরও গন্ডগোলের কোনও সাইটে ঢুকে পড়বেন না, তেমন আশ্বাস কিন্তু দিচ্ছেন না সাইবার বিশেষজ্ঞেরা।

www.online-passportindia.com : ভুলের ফাঁদ

সম্প্রতি বিদেশমন্ত্রক পাসপোর্ট আবেদনের ভুয়ো সাইট নিয়ে সতর্ক করেছে নাগরিকদের। যে যে জাল সাইটগুলি তালিকায় রয়েছে মন্ত্রকের, তার মধ্যে অন্যতম www.online-passportindia.com। অনেকেই বুঝতে না পেরে এই সাইটটিতে ঢুকে পড়েন। এমনকী পাসপোর্ট আবেদনের জন্য 'অ্যাপ্লাই অনলাইন' ট্যাবটিও দেখায় এই সাইটে। এমনকী ভোটার কার্ডের অপশনও দেখায় সেখানে। আসলে পাসপোর্ট তথ্য চুরির জন্যই এই সাইটটি চুরি করা হয়েছে। যার থেকে নাগরিকদের সাবধান করা হয়েছে মন্ত্রকের তরফে।

www.passport-india.in : নকল হইতে সাবধান

দিন দিন বাড়ছে সাইবার অপরাধের পরিমাণ। আর এই সব সাইবার ক্রাইম কিন্তু বহু সময়েই ঘটে ভুয়ো সাইটের মাধ্যমে। ডিজিটাল ভারতে ইদানীং বহু কাজকর্মের জন্যই ভরসা ইন্টারনেট। তা সে আধার কার্ডের সংশোধন হোক বা পাসপোর্টের আবেদন। আর সেখানেই ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। ভুয়ো সাইটের মাধ্যমে নাগরিকদের ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু অসৎ ব্যক্তি। আর তেমনই একটি সাইট www.passport-india.in। এই জাল সাইটটি থেকে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।

www.passport-seva.in: আরও ভুয়ো


পাসপোর্ট আবেদনকারীদের জন্য ইন্টারনেটে ফাঁদ পাতা রয়েছে www.passport-seva.in- এই ইউআরএলের মাধ্যমেই। বহু আবেদনকারীই এই সাইটে ঢুকে বিপদে পড়েছেন বহুবার। সাদা চোখে দেখে ভুল হওয়াটাই স্বাভাবিক। তাই ক্লিক করার আগে বারবার চেক করে নিতে ভুলবেন না। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। সেই দলে রয়েছে www.applypassport.org -এই সাইটটিও। এটির মাধ্যমেও ফাঁদ পেতেছে প্রতারকেরা।

আবেদনের আসল ঠিকানা: www.passportindia.gov.in

পাসপোর্ট আবেদন করার জন্য একটিই মাত্র সরকারি সাইট রয়েছে। যেখান থেকে পাসপোর্টের আবেদন সম্ভব। আর সে নিয়ে নাগরিকদের বারবার সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ইন্টারনেট জুড়ে বহু ভুয়ো পাসপোর্ট সাইট রয়েছে। তাই পাসপোর্ট আবেদনের সময় অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। www.passportindia.gov.in -এই ইউআরএল তবেই ঢুকবেন ওয়েবসাইটে। পাসপোর্ট সংক্রান্ত যে কোনও কাজের জন্য এই একটিই মাত্র সরকারি সাইট রয়েছে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

লেখকের সম্পর্কে জানুন
Sohini Das
Sohini Das is a Tech & Gadgets Digital Content Specialist for EiSamay.Com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর