অ্যাপশহর

কাছাকাছি দোকানের সন্ধান দেবে Google Map, কীভাবে? জানুন উপায়

আপনি যেখানে রয়েছে ওই এলাকার কাছাকাছি ওষুধের দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান সবকিছুরই সন্ধান পাওয়া যাবে Google Map-এর মাধ্যমে। কী ভাবে? জানুন এই প্রতিবেদনে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 29 Apr 2022, 6:27 pm
কাছাকাছি দোকানের খোঁজখবর যে সবাই জানেন এমনটা নয়। কারণ অনেকে এমন রয়েছেন যাঁরা অচেনা কোনও জায়গায় গেছেন। ফলে তাঁদের জন্য স্থানীয় এলাকায় কোনও দোকান খুঁজে পাওয়া তুলনায় বেশ কঠিন। এই সমস্যার সমাধানে রয়েছে Google Map। এই অ্যাপের মাধ্যমে খুঁজে পাবেন আপনি যেখানে রয়েছেন তার কাছাকাছি এলাকায় কোনও দোকানের খোঁজ পেতে হলে প্রয়োজন স্থানীয়দের সাহায্য। কিন্তু এখন Google এর সাহায্যেই আপনার এই সমস্যার সমাধান হবে।
EiSamay.Com Google Maps.


আপনি যেখানে রয়েছে ওই এলাকার কাছাকাছি ওষুধের দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান সবকিছুরই সন্ধান পাওয়া যাবে Google Map-এর মাধ্যমে। কী ভাবে? জানুন এই প্রতিবেদনে।

Google Map-এর মাধ্যমে কোন কোন দোকানের সন্ধান পাবেন?
প্রায় সব ধরনের দোকানের সন্ধান পাওয়া যাবে Google Map-এ। কোন কোন দোকানের সন্ধান পাওয়া যাবে? স্থানীয় মুদিখানা দোকান, ওষুধের দোকান, রেস্তরাঁ, সহ বিভিন্ন দোকানের সন্ধান পাওয়া যাবে Google-Map এর মাধ্যমে।

কীভাবে সন্ধান পাবেন? (Google Web)
প্রথমে ফোন থেকে বা Google Map এর ওয়েব ভার্সন ওপেন করুন। এরপর সেখানে যে এলাকার দোকান বা বাজারের সন্ধান করছেন সেই এলাকার নাম টাইপ করুন। এবং সার্চ বাটন ট্যাপ করুন।

এরপর নিয়ারবাই (Nearby) ট্যাবে ট্যাপ করুন। সেখানে রয়েছে গ্রসারি স্টোর (Grocery Store) অপশন। সেখানে ট্যাপ করলেই দেখা যাবে ওই এলাকার যাবতীয় মুদিখানা দোকান। যদি আপনি কোনও মেডিসিন দোকানের সন্ধান পেতে চান তাহলে সেই কী ওয়ার্ড দিয়ে সার্চ করুন।

Google Map App
প্রথমে Google Map-এর অ্যাপ চালু করুন।
এরপর সার্চ অপশনে নির্দিষ্ট ট্যাগ ওয়ার্ড লিখে সার্চ করুন। কোন এলাকার দোকান বা রেস্তরাঁর খোঁজ করছেন সেবিষয়ে যাবতীয় সন্ধান পেয়ে যাবেন।

কোনও দোকান খোলা রয়েছে কিনা তা কীভাবে বুঝবেন?
নির্দিষ্ট দোকানের উপর ক্লিক করলেই সেই দোকান সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। এবং সেই দোকান খোলা রয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Read More- Twitter ছাড়া Elon Musk -এর পকেটে আর কোন কোন কোম্পানি? জানলে চোখ কপালে উঠবে!
Read More- এবার জলের বোতল বিক্রি করছে Apple! দাম শুনলে চমকে উঠবেন
Read More- দার্জিলিং বেড়ানোর প্ল্যান? জলের দরে স্টার হোটেল বুক করুন এই ওয়েবসাইট থেকে
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল