অ্যাপশহর

Pan Aadhaar Link : কী ভাবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন? টাকা কী ভাবে ভরতে হবে? সম্পূর্ণ পদ্ধতি জানুন

প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক সম্প্রতি বড় ঘোষণা করেছে কেন্দ্র। কার্ড নিষ্ক্রিয় হওয়ার আগে এই কাজটি অবশ্যই করুন

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 28 Mar 2023, 5:15 pm
প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দুই নথি সংযুক্ত করার জন্য এবার 30 জুন পর্যন্ত সময় পাওয়া যাবে। এদিন এক প্রেস বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে আয়কর দফতর।
EiSamay.Com og image pan aadhaar link
pan card update


কেন্দ্রীয় মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 30 জুন তারিখের আগে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করলে জুলাই 1 তারিখ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। নির্ধারিত অর্থ (1000 টাকা ) জমা দিয়ে দুই কার্ড লিঙ্ক করানোর 30 দিন পর আবার সক্রিয় হবে প্যান কার্ড।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও 20 শতাংশ প্যান কার্ড হোল্ডার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাননি। যার ফলে উক্ত সময়সীমার পর কাজ করা বন্ধ করে দেবে প্যান কার্ড। তাই আয়কর আইনের আওতায় থাকার জন্য দুই কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।

কী ভাবে প্যান ও আধার কার্ড লিঙ্ক করবেন? কোথায় কী ভাবে টাকা জমা করবেন এবং কীভাবে দুই কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেই স্ট্যাটাস চেক করবেন জানুন।
Aadhaar Voter ID Link : আধার ও ভোটার আইডি লিঙ্কের সময়সীমা বাড়ল, কী ভাবে করবেন? জানুন
প্যান ও আধার লিঙ্ক করার পদ্ধতি?

  1. লিঙ্ক করার জন্য প্রথমে NSDL পোর্টালের ট্যাক্স পেমেন্ট পেজে ভিজিট করুন।
  1. এই পেজে নন-টিডিএস/টিসিএস ক্যাটাগরির অধীনে থাকা Challan no./ITNS 280 অপশনটি সিলেক্ট করুন।
  1. পরবর্তী পেজে ট্যাক্স অ্যাপ্লিকেবেল অপশনে 0021 Income Tax (other than companies) এই ট্যাব সিলেক্ট করুন।
  1. তারপর টাইপ অফ পেমেন্ট অপশনে 500 Other Receipts অপশনটি সিলেক্ট করুন।
  1. এবার যেই মোডে পেমেন্ট করতে চান সেটি এন্টার করুন সঙ্গে আপনার প্যান কার্ড, অ্যাসেসমেন্ট ইয়ার ইত্যাদি।
  1. তারপর ক্যাপচা কোড দিয়ে পেমেন্ট জমা করে দিন।
পেমেন্ট জমা দেওয়ার পর প্যান ও আধার কার্ড লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট জমা করতে হবে আয়কর দফতরের ওয়েবসাইটে। তবে টাকা জমা দেওয়ার পর অন্তত 4 দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

প্যান ও আধার কার্ড লিঙ্কের রিকোয়েস্ট

  1. এই রিকোয়েস্ট অনলাইন ও অফলাইন দুই ভাবেই করতে পারবেন। অনলাইনে আয়কর দফতরের পোর্টালে ভিজিট করে এবং অফলাইনে ফোনে এসএমএস পাঠিয়ে।
  2. অনলাইনের জন্য ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।
  1. পরবর্তী পেজে প্যান ও আধার নম্বর এন্টার করুন।
  1. আপনার প্যান ও আধার যদি আগে থেকেই লিঙ্ক থাকে তাহলে স্ক্রিনে সেই তথ্য জেনে যাবেন। পুনরায় আর আপানকে লিঙ্ক করাতে হবে না। যদি এমন কোনও তথ্য না আসে তাহলে পরবর্তী পেজে যেতে পারেন।
  1. এই পেজে এনএসডিএল ওয়েবসাইটে আপনি যে পেমেন্ট করেছেন তা ভেরিফায়েড এমন পপ-আপ মেসেজ দেখানো হবে পোর্টালে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে আধার লিঙ্ক রিকোয়েস্ট পাঠাতে হবে।
  1. পরবর্তী পেজে প্রয়োজনীয় তথ্য ভরে লিঙ্ক আধার বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি এন্টার করলে আপনার প্যান ও আধার লিঙ্ক সম্পন্ন হবে।
এসএমএস পাঠিয়ে

অফালিনের ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আয়কর দফতরের 567678 অথবা 56161 নম্বরে UIDPAN স্পেস দিয়ে 12 ডিজিটের আধার নম্বর স্পেস দিয়ে 10 ডিজিটের প্যান নম্বর লিখে এসএমএস পাঠাতে পারেন।

এবার প্যান ও আধার লিঙ্ক তার স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

  1. প্রথমে ই-ফাইলিং পোর্টালে ভিজিট করুন। এবার হোমপেজে কুইক লিঙ্কের অধীনে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন।
  1. এখানে প্যান কার্ড ও আধার নম্বর এন্টার করে ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। প্যান ও আধার কার্ড সফল ভাবে লিঙ্ক হলে সেই তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর