অ্যাপশহর

সরকারি কর্মীরা শুনুন! অনলাইনে সুরক্ষিত থাকতে কেন্দ্র দিচ্ছে এই 24 'টিপস'

স্থায়ী সরকারি কর্মচারি, চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের এই নির্দেশ মেনে চলতে হবে। এছাড়াও যদি কোনও থার্ড পার্টি সংস্থার নিযুক্ত কোনও কর্মী সরকারের কাজ করেন তাহলে তাঁদের এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 18 Jun 2022, 4:37 pm
কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সাইবার সিকিউরিটির কথা ভেবেই এবিষয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।
EiSamay.Com Security


কেন্দ্রীয় সরকারের দেওয়া ওই নির্দেশ কাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে?
স্থায়ী সরকারি কর্মচারি, চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের এই নির্দেশ মেনে চলতে হবে। এছাড়াও যদি কোনও থার্ড পার্টি সংস্থার নিযুক্ত কোনও কর্মী সরকারের কাজ করেন তাহলে তাঁদের এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
Stefania Maracineanu: ভূমিকম্পের সঙ্গে বৃষ্টিপাতের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা! রোমের পদার্থবিদকে সম্মাণ Google-এর
নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে মোট 24 টি বিষয়ের কথা বলা হয়েছে। এবং ওই 24টি বিষয় মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

  • একাধিক সাইট, অ্যাপে লগইনের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। সব ক্ষেত্রে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
  • কোনও ব্রাউজ়ার বা অনিয়ন্ত্রিত ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ করে যেন না রাখা হয়।
  • কোনও অসুরক্ষিত জায়গায় পাসওয়ার্ড, IP অ্যাড্রেস, নেটওয়ার্ক ডায়াগ্রাম যেন কেউ না সেভ করে রাখেন।
  • সিস্টেম ড্রাইভে কোনও ডেটা সেভ করা যাবে না।
  • সরকার নিয়ন্ত্রিত নেই এমন কোনও ক্লাউডে সরকারি তথ্য আপলোড করে রাখা যাবে না।
  • কেউ যেন আনসাপোর্টেড কোনও OS ব্যবহার না করেন
  • থার্ড পার্টি DNS সার্ভিস বা NTP সার্ভিস যেন না ব্যবহার করা হয়।
  • থার্ড পার্টি VPN যেন কেউ না ব্যবহার করেন
  • কোনও পাইরেটেড সফ্টওয়ার ব্যবহার করা যাবে না।
  • অচেনা কোনও সেন্ডার থেকে কোনও লিঙ্ক যোগ করে মেইল পাঠালে সেখানে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • অচেনা ব্যক্তিদের সঙ্গে WiFi,প্রিন্টার এবং সিস্টেম পাসওয়ার্ড যেন না শেয়ার করা হয়।
  • প্রিন্টারে ইন্টারনেট অ্যাকসেস যেন না চালু থাকে।
  • প্রিন্ট হিস্ট্রি যেন প্রিন্টারে স্টোর না থাকে।
  • সোশাল মিডিয়ার তথ্য থার্ড পার্টি কোথাও যেন না স্টোর থাকে।
  • অচেনা ব্যক্তির দেওয়া কোনও USB ড্রাইভ যেন না কোথাও অ্যাটাচ করা হয়।
  • রিমোট অ্যাকসেস করা সম্ভব এমন কোনও অ্যাপ যেন না ব্যবহার করা হয়।
  • থার্ড পার্টি ভিডিয়ো কনফারেন্স টুল যেন না ব্যবহার করা হয়।
  • অফিসিয়াল মেইলের জন্য এক্সটারন্যাল ইমেইলের যেন না ব্যবহার করা হয়।
  • ফোনের ইন্টারন্যাল সিস্টেমের পরিবর্তন করে ব্যবহার করবেন না।
  • দৈনিক কাজের জন্য Admin অ্যাকাউন্ট ব্য়বহার করবেন না।
  • স্ক্যান করার জন্য কোনও এক্সটারন্যাল অ্যাপ ব্যবহার করা উচিত নয়।
  • সরকারি তথ্য রাখার জন্য কোনও এক্সটারন্যল ক্লাউড ব্যহবার করা যাবে না।
  • ফোন বা অন্য কোনও মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না।

Read More-
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর