অ্যাপশহর

হারানো মোবাইল খুঁজে পেতে নতুন ব্যবস্থা অগস্টে

টেলিকম দপ্তরের এক আধিকারিক বলেন, ‘সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পর এই ব্যবস্থা শুরু করার জন্য টেলিকম মন্ত্রীকে আর্জি জানানো হবে। আগামী মাসে এই পরিষেবা শুরু হতে পারে।’ সংসদের অধিবেশন শেষ হচ্ছে আগামী ২৬ জুলাই।

EiSamay.Com 10 Jul 2019, 11:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে পাওয়া এ বার অনেক সহজ হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (সি-ডট) এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়া সম্ভব। আগামী মাসে গোটা দেশে এই পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।
EiSamay.Com Mobile-thefts


টেলিকম দপ্তরের এক আধিকারিক বলেন, ‘সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পর এই ব্যবস্থা শুরু করার জন্য টেলিকম মন্ত্রীকে আর্জি জানানো হবে। আগামী মাসে এই পরিষেবা শুরু হতে পারে।’ সংসদের অধিবেশন শেষ হচ্ছে আগামী ২৬ জুলাই।

নকল মোবাইল ঠেকাতে এবং হ্যান্ডসেট চুরি বন্ধ করতে কেন্দ্রীয় টেলিকম দপ্তর ‘সেন্টার ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর)’ তৈরি করতে দু’বছর আগে সি-ডটকে দায়িত্ব দেয় এবং ওই কাজের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়।

হ্যান্ডসেট থেকে সিম কার্ড খুলে নিলে বা কোনও ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করলেও সিইআইআর ব্যবস্থায় যে কোনও নেটওয়ার্কে ওই মোবাইলের সমস্ত পরিষেবা ব্লক হয়ে যাবে। সমস্ত মোবাইল অপারেটরের আইএমইআই ডেটাবেস ওই ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। সমস্ত নেটওয়ার্ক অপারেটরের কালো-তালিকাভুক্ত হ্যান্ডসেটের বিশদ তথ্য থাকবে ওই কেন্দ্রীয় ব্যবস্থায়। সুতরাং, কোনও নেটওয়ার্ক অপারেটরের আওতায় থাকা হ্যান্ডসেট চুরি হলে সংশ্লিষ্ট হ্যান্ডসেটে অন্য অপারেটরের সিম লাগালেও তাতে কোনও পরিষেবা মিলবে না।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল