অ্যাপশহর

বড় বিপদে Android এবং iOS ব্যবহারকারীরা! চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ Google-এর

এবিষয়ে শুধু Google নয়। অনেক রিচার্স সংস্থার তরফেও এবিষয়ে জানানো হয়ছিল। Avast-নামে একটি সিকিউরিটি রিসার্চ ফার্ম জানিয়েছে তাদের তরফেও এমন ম্যালওয়ার 2020 সালে নজরে এসেছিল।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 25 Jun 2022, 5:36 pm
Apple এবং Android ব্যবহারকারীরা বড় বিপদে রয়েছে। একটি রিপোর্ট প্রকাশ করে এই খবর জানিয়েছে Google। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ হয়েছে তাতে জানানো হয়েছে, ইট্যালির একটি সংস্থা এই স্পাইওয়ার তৈরি করেছে। যার মাধ্যমে Apple INC এবং Android এর তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।
EiSamay.Com page


ওই রিপোর্টে বলা হয়েছে, ইট্যালির মিলানের একটি সংস্থা এই স্পাইওয়ার তৈরি করছে। ওই সংস্থাটি ইত্যালি সরকারের সমস্ত নিয়ম এবং আইন মেনে চলে। Google এর তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, "এই সংস্থাটি এমন কিছু স্পাইওয়ার তৈরি করছে এবং সেখানকার সরকার এবিষয়ে সমর্থন দিয়েছে। " তবে এই স্পাইওয়ারের মাধ্যমে কাজ়াখিস্তান এবং ইউরোপের দেশগুলিতে বসবাসকারী Android এবং iOS ব্যবহারকারীদেরই তথ্য চুরি করা সম্ভব।

যে সংস্থাটি ওই ম্যালওয়ার বা স্পাইওয়ার তৈরি করছে তার নাম RCS Lab। যদিও এই সংস্থাটির তরফে জানানো হয়েছে তারা কোনও নজরদারি চালানোর জন্য ওই ম্যালওয়ার তৈরি করেনি। শুধুমাত্র অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্ত এবং আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য এই স্পাইওয়ার তৈরি করা হয়েছে। এর সঙ্গে তারা জানিয়েছে, যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় RCS Labs।

Google এর তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে ওই দুই দেশের Android এবং iOS ব্যবহারকারীদের এবিষয়ে জানানো হয়েছে। শুধু এখনই নয়, Google এর তরফে জানানো হয়েছে, এর আগেও RCS Labs এর তরফে বিভিন্ন হ্যাকিং ল্যাবের সঙ্গে যুক্ত ছিল। তার মধ্যে অন্যতম হ্যাকিং গ্রুপ ছিল Hacking Team।

কী কী নজরদারি চালানো হত?
Google এর তরফে জানানো হয়েছে, মূলত কনট্যাক্ট ডিটেলস, কল ডিটেলস এবং মেসেজিংয়ের উপর নজরদারি চালানো হত। যদিও কী কারণে নজরদারি চালানো হত সেবিষয়ে জানা যায়নি। এমনকী Google-এর রিপোর্টেও উল্লেখ করা হয়নি।

যদিও এবিষয়ে শুধু Google নয়। অনেক রিচার্স সংস্থার তরফেও এবিষয়ে জানানো হয়ছিল। Avast-নামে একটি সিকিউরিটি রিসার্চ ফার্ম জানিয়েছে তাদের তরফেও এমন ম্যালওয়ার 2020 সালে নজরে এসেছিল।

Read More- Indane Gas Cylinder Booking: দরকার নেই কোনও অ্যাপ! Whatsapp-এর মাধ্যমেই বুক করুন গ্যাস সিলিন্ডার
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল