অ্যাপশহর

গোপনীয় ছবিতে ঝুলবে তালা! এবার সব Android ফোনেই আসছে Google Pixel-এর জরুরি এই ফিচার

Google Photos Locked Folder Feature: এবার গুগল ফোটোজ থেকে যে কোনও ছবির ফোল্ডার লক করে রাখতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। এত দিন পর্যন্ত এই ফিচারটি উপলব্ধ ছিল কেবল মাত্র Pixel ফোন ইউজারদের জন্যই। এবার সমস্ত অ্যান্ড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

EiSamay.Com 27 Sep 2021, 9:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন শুধুমাত্র Google Pixel সিরিজের গ্রাহকরাই Google Photos-এর লকড ফোল্ডার ফিচার ব্যবহার করতে পারতেন। এবার সব Android গ্রাহকদের ফোনে এই ফিচার নিয়ে আসতে চলেছে Google। তার জন্য ফোনে Android 6 অথবা বেশি ভার্সন থাকতে হবে। সম্প্রতি, একটি টুইটে এমনই খবর প্রকাশ করেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। কী ভাবে এই ফিচার কাজ করবে, তা একটি টিজারের মাধ্যমে গ্রাহককুলের কাছে পরিষ্কার করে দিয়েছে Google।
EiSamay.Com Google Photos Locked Folder


নতুন ফিচারে Google Photos এর মধ্যে যে কোনও সংবেদনশীল ছবিকে লুকিয়ে রাখা সম্ভব হবে। শুধু মাত্র পাসকোড অথবা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমেই এই ছবি অ্যাকসেস করা যাবে। জুন মাসে কেবল মাত্র Pixel ফোনের গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে হাজির হয়েছিল Google। যদিও, সব Android ফোনে লকড ফোল্ডার ফিচারটি কবে নাগাদ হাজির হবে, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি Google-এর তরফে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই সব Android ফোনে এই ফিচার চলে আসবে।

কী ভাবে এই ফিচার ব্যবহার করবেন?

লকড ফোল্ডার সেটআপ করার জন্য Google Photos ওপেন করে Library > Utilities > Locked Folder সিলেক্ট করুন। এর পরে একে একে ছবি সেই ফোল্ডারে ঢুকিয়ে দেওয়া যাবে।

Pixel এর ক্যামেরা অ্যাপের মাধ্যমে ছবি তুললে সেই ছবি সরাসরি Google Photos ক্লাউড সার্ভারে সেভ হয়ে যায়। যদিও, অন্যান্য ক্যামেরা অ্যাপেও এই ফিচার কাজ করবে কি না, সে সম্পর্কে নির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

আজ থেকেই এই সব ফোনে বন্ধ Gmail, YouTube-সহ গুচ্ছের Google সার্ভিস!
তবে, লকড ফোল্ডারে থাকা ছবি Google এর ক্লাউড সার্ভারে আপলোড হবে না। নতুন লকড ফোল্ডার ফিচার ছাড়াও আরও অনেক নতুন ফিচার শীঘ্রই Google Photos-এর সঙ্গে যুক্ত হতে চলেছে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে।

Google Photos থেকে অ্যালবাম ডাউনলোড করতে পারেন না? এখনই শিখে নিন...
এছাড়াও, খুব শিগগিরই Android ফোনকে Android TV-র রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সঙ্গে Android Auto-তেও যুক্ত হচ্ছে নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচার।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল