অ্যাপশহর

HBD :) দেখতে দেখতে ২০-র যুবক Google!

প্রথম প্রথম গুগলের জনপ্রিয়তা নিয়ে সংশয় দেখা দিলেও, পরের বছরেই এই সরল ও সহজ সার্চ ইঞ্জিনটি নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়।

EiSamay.Com 27 Sep 2018, 5:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যাকে ছাড়া এখন এই মুহূর্তে এক পা-ও চলা অসম্ভব, তার জন্মদিন নিয়েই কোনও হেলদোল নেই বিশ্ববাসীর। তবে নিজের ২০তম জন্মবার্ষিকীতে ডুডলকে সঙ্গী রেখে সকলের নজর কাড়ল গুগল।
EiSamay.Com google


১৯৯৮ সালে, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির পিএইচডির ছাত্র ল্যারি পেজ ও সেরগে ব্রিনের দীর্ঘ গবেষণার ফল হিসেবে নেটজগতে জায়গা পেয়েছিল এই সার্চ ইঞ্জিনটি। সমস্ত প্রশ্নের উত্তরের সম্ভার সাজিয়ে এই সার্চ ইঞ্জিনটি মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আজ গুগল ছাড়া সব কিছুই যেন অসম্ভব বলে মনে হয়। প্রথম প্রথম গুগলের জনপ্রিয়তা নিয়ে সংশয় দেখা দিলেও, পরের বছরেই এই সরল ও সহজ সার্চ ইঞ্জিনটি নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। ১৯০টি দেশেরও বেশি ও ১৫০টির অধিক ভাষায় সার্চ হতে থাকে। ২০০০ সালের ৩১ অক্টোবরে হোমপেজ গুগল-ডুডল নিয়ে হাজির হয় গুগল।

গুগলের স্মৃতিশক্তি ও জ্ঞানের সম্ভার নিয়ে এখন কেউ প্রশ্ন তোলেননা। আপনার যা অজানা, উল্লেখযোগ্য দিন সবই হাতের মুঠোয় রাখা ফোনের স্ক্রিনে রিমাইন্ডারের মধ্যে পিন করে যায়। বসে থাকে শুধুমাত্র সার্চের অপেক্ষায়।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল