অ্যাপশহর

গাড়ির খরচ কমাতে বিশেষ ফিচার Google Map-এ

নতুন এই ভার্সনের নাম দেওয়া হয়েছে Save you the most fuel or Energy। এই ফিচারটি কীভাবে কাজ করবে? মূলত কোন রুট দিয়ে গন্তব্যে গেলে তা আপনার গাড়ির ইঞ্জিনের জন্য ভালো এবং কম জ্বালানি খরচ হবে তা জানিয়ে দেবে ওই ফিচার।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 16 Jul 2022, 4:19 pm
এবার গাড়ির জ্বালানি কমাতে সাহায্য করবে Google Map। সম্প্রতি যে আপডেট লঞ্চ করা হয়েছে অর্থাৎ Google Map 11.39 এই ভার্সনের মাধ্য়মে জ্বালানি কমানোর সুবিধা পাওযা যাবে। ইতিমধ্যে এই ফিচারের বিটা রান শুরু হয়েছে।
EiSamay.Com gmap


নতুন এই ভার্সনের নাম দেওয়া হয়েছে Save you the most fuel or Energy। এই ফিচারটি কীভাবে কাজ করবে? মূলত কোন রুট দিয়ে গন্তব্যে গেলে তা আপনার গাড়ির ইঞ্জিনের জন্য ভালো এবং কম জ্বালানি খরচ হবে তা জানিয়ে দেবে ওই ফিচার।
Local Train Tracking: মুম্বই লোকাল ট্রেন এই মুহূর্তে ঠিক কোথায়? জানাতে বিশেষ অ্যাপ লঞ্চ ভারতীয় রেলের
বর্তমানে Google Map এ রয়েছে মোট চারটি ফিচার। সেগুলি হল গ্যাস, ডিজ়েল, ইলেকট্রিক এবং হাইব্রিড। কিন্তু নতুন যে ফিচার যোগ করা হচ্ছে সেক্ষেত্রে আরও একটি ফিচার যোগ করা হয়েছে। গাড়ির ইঞ্জিন অনুযায়ী কোনও গন্তব্যে যাওয়ার জন্য কোন রাস্তা ব্যবহার করা দরকার তা জানিয়ে দেবে ওই ফিচার। অর্থাৎ ধরে নিন আপনার গাড়ি ডিজ়েলে চলে। এবং আপনি যে গন্তব্যে যাচ্ছেন সেখানে যাওয়ার জন্য একাধিক রুট রয়েছে। ওই রুটগুলির মধ্যে কোন রুট নিলে আপনি খুব সহজেই গন্তব্যে পৌঁছবেন এবং তারসঙ্গে জ্বালানি খরচও কম হবে তা জানিয়ে দেবে ওই ফিচার।

বিশেষজ্ঞরা মনে করছেন Google এই ফিচারটি পুরোপুরি লঞ্চ করার পর আরও কয়েকটি ফিচার যোগ করতে পারে। যেখানে ইঞ্জিন সুইচ অপশন থাকার সম্ভাবনা রয়েছে।

কেন নতুন এই ফিচার যোগ করা হচ্ছে?
এই ফিচার যোগ করার পিছনে রয়েছে একটি বড় কারণ। প্রতিদিন বিভিন্ন নতুন নতুন মডেলের গাড়ি লঞ্চ হচ্ছে। সেক্ষেত্রে সব গাড়ির ক্ষমতা সমান নয়। কারণ প্রতিটি গাড়ির ইঞ্জিন ভিন্ন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর ফলে যখন আপনি কোনও একটি গন্তব্যে যাবেন তখন বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের জ্বালানি খরচ হয়। ফলে Google Map এর নতুন ফিচারের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন রাস্তা দিয়ে গেলে আপনার গাড়ির জ্বালানির খরচ কমবে।
Reliance Jio 5G: পলকেই আপলোড-ডাউনলোড! Redmi-র সঙ্গে যৌথ উদ্যোগে 5G ট্রায়াল Jio-র
তবে বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য চালু রাখা হয়েছে। শীঘ্রই সব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করার সুবিধা পাবেন।

এর সঙ্গে Google Map এ Street View imagery চালু করা হয়েছে। এর কোন একটি জায়গার অবস্থান কতটা পরিবর্তন হয়েছে তা বোঝা যাবে। এতদিন পর্যন্ত এই ফিচার শুধুমাত্র ডেস্কটপে ব্যবহার করা হত। কিন্তু এবার সেই ফিচার ফোনেও ব্যবহার করা সম্ভব।
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল