অ্যাপশহর

Uidai: আধার সুরক্ষিত রাখার সরকারি নিয়মগুলি জানেন? প্রতারণার ভয় নেই

আধার কার্ড ডাউনলোড এবং তার ব্যবহার নিয়ে মোট আটটি নিয়ম মেনে চললেই আপনি আপনার আধার কার্ড সুরক্ষিত রাখতে পারবেন। ওই আটটি নিয়ম কী কী? জানুন এই প্রতিবেদনে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 2 Jun 2022, 11:43 am
বর্তমানে সব কাজেই প্রয়োজন আধার। সরকারি, বেসরকারি সব ক্ষেত্রেই সচিত্র পরিচয়পত্র হিসেবে আধারের ব্যবহার করা হয়। কিন্তু কোনও কারণে একটু ভুল করলেই প্রতারকদের হাতে চলে যেতে পারে আপনার ব্যক্তিগত। এবং সেগুলি ব্যবহার করে বিভিন্ন খারাপ কাজ করতে পারে তারা। সেকারণে আধার কার্ড, মূলত আধার নম্বর নিয়ে সতর্ক থাকা উচিত। কীভাবে আপনার আধার কার্ড বা আধার নম্বর নিয়ে সতর্ক থাকবেন? জানুন এই প্রতিবেদনে-
EiSamay.Com aadhaar new


আধার কার্ড ডাউনলোড এবং তার ব্যবহার নিয়ে কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি নিজের আধার কার্ড সুরক্ষিত রাখতে পারবেন। ওই নিয়মগুলি কী কী? জানুন এই প্রতিবেদনে।

UIDAI সাইট থেকে আধার ডাউনলোড করুন-
আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে শুধুমাত্র UIDAI-এর সাইট ব্যবহার করেন। অনেক সময় ফোনে বিভিন্ন লিঙ্ক আসে এবং সেই লিঙ্ক থেকে আধার ডাউনলোডের জন্য বলা হয়। কিন্তু ওই লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কারণ প্রতারকরা ওই লিঙ্কে অনেক সময় ওই লিঙ্কের মাধ্যমে ম্যালওয়ার ঢুকিয়ে দিতে পারে। আর সেকারণে UIDAI-হল সঠিক সাইট যার মাধ্যমে সুরক্ষিতভাবে আধার ডাউনলোড করা সম্ভব।

আধার ডাউনলোড করার জন্য সবসময় ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করুন-
কোনও সময় সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটার থেকে আধার ডাউনলোড করবেন না। কারণ এর ফলে পাবলিক ডিভাইসে বিভিন্ন সাইট খোলা থাকে। তার ফলে ম্যালওয়ার থাকতে পারে। অথবা স্পাই সফ্টওয়ারও থাকতে পারে। সেকারণে সর্বদা ব্যক্তিগত ডিভাইস থেকে আধার ডাউনলোড করা উচিত।
Airtel ব্যবহারকারীদের সোনায় সোহাগা! ফ্রি-ডেটা সংগ্রহ করুন এভাবে
আধার অথন্টিসিটি হিস্ট্রি নিয়মিত চেক করুন
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত আধার অথন্টেসিটি হিস্ট্রি চেক করা উচিত। এর ফলে কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে তা বোঝা সম্ভব। যে দিন চেক করবেন সেদিন থেকে বিগত 6 মাসের হিস্ট্রি চেক করা সম্ভব। যদি কোনওভাবে আপনি বুঝতে পারেন যে এমন জায়গায় আপনার আধার ব্যবহার করা হয়েছে যে বিষয়ে আপনি জানেন না সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে UIDAI-এ অভিযোগ করতে পারেন। অভিযোগের নম্বর 1947 অথবা মেইল করতে পারেন help@uidai.gov.in

M-Aadhaar-এর জন্য পাসওয়ার্ড সেট করুন
M-Aadhaar-এ পাসওয়ার্ড দেওয়া থাকলে কোনও ভাবেই আপনার অনলাইন আধার নম্বর অ্যাকসেস করতে পারবে না অন্য কেউ। সেকারণে M-Aadhaar অ্যাপ ডাউনলোড করে 4 নম্বরের পাসওয়ার্ড সেট করে রাখুন।
Netflix India: Netflix সাবস্ক্রিপশন রয়েছে? আরও বাড়ছে খরচা!
VID বা মাস্কড আধার ব্যবহার করুন?এখন UIDAI এর তরফে মাস্ক আধার ব্যবহার করা হয়। তাই সেক্ষেত্রে মাস্ক আধার ব্যবহার করলে প্রতারকদের ফাঁদে পড়ার সম্ভবানা থাকে অনেক কম।
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল