অ্যাপশহর

Play Store থেকে এই WhatsApp ডাউনলোড করলেই ফোন 'হ্যাকড'!

FMWhatsApp: Google Play Store-এ ফের ভুয়ো হোয়াটসঅ্যাপের আনাগোনা। এফএম হোয়াটসঅ্যাপের একটি নতুন ভার্সনে ট্রোজানের সন্ধান পাওয়া গিয়েছে, যা গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে। এই এফএম হোয়াটসঅ্যাপ মূলত ব্যবহৃত হয় বিভিন্ন নতুন WhatsApp ফিচার ব্যবহারের ক্ষেত্রে।

Lipi 30 Aug 2021, 12:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উদ্বেগের খবর! এবার Play Store থেকে WhatsApp ডাউনলোডের সময়ও সজাগ থাকতে হবে। কারণ, হোয়াটসঅ্যাপের ভেকধারী একাধিক ভুয়ো অ্যাপসে প্লে স্টোর ছেয়ে গিয়েছে। সম্প্রতি Android ফোনের জন্য মডিফায়েড WhatsApp-এ নতুন একটি ট্রোজান সামনে এসেছে। মূলত, ট্রিয়াডা নামের এই ট্রোজান স্মার্টফোনে ঢুকিয়ে ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে থাকে হ্যাকাররা। আর পুরো কাণ্ডটাই ঘটে চলেছে গ্রাহকের অনুমতি ছাড়া।
EiSamay.Com FM WhatsApp


Kaspersky সিকিউরিটি ল্যাবের তরফে এই অ্যাপ ব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়েছে। সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, FMWhatsApp 16.80.0 ভার্সনে এই ট্রোজানের সন্ধান পাওয়া গিয়েছে। সম্প্রতি WhatsApp এর এই মডিফায়েড ভার্সনটি Google Play Store-এ দেখা গিয়েছিল। এই ধরনের অ্যাপ ব্যবহার করলে WhatsApp গ্রাহকরা অতিরিক্ত ফিচার ব্যবহার করতে পারেন।

Kaspersky-র তরফে আরও জানানো হয়েছে, ট্রিডিয়া নামের এই ট্রোজান FMWhatsApp এর লেটেস্ট ভার্সনে যুক্ত হয়েছে। ফোনে এই অ্যাপ লঞ্চ করলেই ট্রোজান অ্যাটাক হবে। MAC অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেক ডিভাইস আলাদা করে চিহ্নিত করতে পারবে এই ট্রোজান, যা কোম্পানির সার্ভারে ডেটা পাঠাতে সাহায্য করবে। সার্ভারে নতুন ডিভাইস রেজিস্টার হওয়ার পরেই পেলোড লিঙ্ক করবে। এর পরে ট্রোজান অ্যাপের মধ্যে ডাউনলোড হয়ে ডিভাইসে পেলোড ইনফেক্ট করবে। সব শেষে ডেটা ডিক্রিপ্ট করে নিজের কাজ শুরু করবে এই ট্রোজান।

FMWhatsApp এর এই ধরনের কার্যকলাপের মধ্যে একাধিক ম্যালওয়্যার যুক্ত রয়েছে বলে মনে করছেন সুরক্ষা বিশেষজ্ঞরা। একবার পেলোড ইনফেক্ট হয়ে গেলে সেই ডিভাইসে বিভিন্ন রকম কার্যকলাপ চালাতে পারবে এই ট্রোজান। এমনকী ফুল স্ক্রিন বিজ্ঞাপন ও গ্রাহকের অনুমতি ছাড়াই বিভিন্ন সাবস্ক্রিপশন শুরু করবে এই ট্রোজান। গোটা কাজটাই হবে ব্যাকগ্রাউন্ডে, ফলে ফোন ব্যবহারকারী তা বুঝতে পারবেন না।

WhatsApp এর রংমিলান্তি! আসছে নতুন কালার স্কিম, ডার্ক-লাইট দুই থিমেই কাজ করবে...
FMWhatsApp ব্যবহারকারীরা এই অ্যাপকে তাঁদের ফোনের SMS এর পার্মিশন দিয়ে দেন। এই সুযোগ সদ্ব্যবহার করে ফোন থেকে বিভিন্ন ম্যালিশিয়াস কাজ শুরু করে এই ম্যালওয়্যার। SMS এর মাধ্যমেই বিভিন্ন সাবস্ক্রিপশনের কাজ শুরু করে এই ম্যালওয়্যার। অনেক সময় SMS এর মাধ্যমে সাবস্ক্রিপশনের কনফার্মেশন মেসেজ পাঠানো হয়। আর এই সব কাজ চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে।

WhatsApp Web থেকে লগ ইন-লগ আউট করার সহজ উপায়, খুব কাজে আসবে!
WhatsApp এর এই ধরনের আন অফিসিয়াল মডিফায়েড অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন Kaspersky-র বিশেষজ্ঞরা। এর ফলে, শুধুমাত্র আপনার ফোনের নিয়ন্ত্রণ নেওয়া যায় তাই নয়, আপনার সম্পূর্ণ WhatsApp অ্যাকাউন্টের দখল নিতে পারে হ্যাকাররা। WhatsApp অ্যাকাউন্ট হাইজ্যাক করে ভবিষ্যতেও আপনার ফোনে ম্যালওয়্যার ও স্প্যাম চালিয়ে যেতে পারে হ্যাকাররা।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল