অ্যাপশহর

ভিডিও চ্যাটে একসঙ্গে ৫০ জন, নয়া রূপে ফেসবুক মেসেঞ্জার

ভাইবার, গুগল ডুয়ো, স্কাইপি-র সঙ্গে প্রতিযোগিতায় এবার গ্রুপ চ্যাটিং-এর ফিচার অ্যাড করল ফেসবুক

EiSamay.Com 4 Dec 2022, 6:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বছর শেষে, ইউজারদের জন্য নতুন গিফট্ ফেসবুকের। নিউইয়ার গিফট হিসেবে এবার ফেসবুক মেসেঞ্জারে নয়া ফিচার ঘোষণা করল ফেসবুক। প্রথম গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা।
EiSamay.Com Facebook Messenger in New Look


ভাইবার, গুগল ডুয়ো, স্কাইপি-র সঙ্গে প্রতিযোগিতায় এবার গ্রুপ চ্যাটিং-এর ফিচার অ্যাড করল ফেসবুক।

এতদিন ফেস-টু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এবার থেকে একইসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ৬ জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যাবে। বাকিরা এক এক করে তাদের সঙ্গে যোগ দিতে পারবে। তবে ৬ জনের বেশি একসঙ্গে ভিডিওতে থাকতে পারবে না। অডিও পেলেও পালা করে ভিডিওতে আসতে হবে।



এই সুবিধা পাওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের নয়া ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন ফেসবুকের মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার স্টিফানি টেইন।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল