অ্যাপশহর

'ছেড়ে দে মা কেঁদে বাঁচি'! ফ্যানের নজরদারি বন্ধ করতে 3.75 লাখ 'ঘুষ' Elon Musk'র

ওই পড়ুয়ার বয়স 19 বছর। নাম Jack Sweeney। Sweeney যে Twitter অ্যাকাউন্টটি হ্যান্ডেল করে তার নাম Elon Musk's Jet (@ElonJet)। ঠিক কী ঘটেছে? এই প্রতিবেদনে জানুন বিস্তারিত...

EiSamay.Com 29 Jan 2022, 12:21 pm
SpaceX CEO ইলন মাস্ককে নিয়ে চর্চার শেষ নেই। রীতিমতো অ্যাক্টিভ মাইক্রোব্লগিং সাইট Twitter-এ। যুব সম্প্রদায়ের আদর্শ তিনি। নেতা মনে করে অনেকেই তাঁকে অনুসরণ করেন। কিন্তু এবার চরম বিপদে পড়লেন Elon Musk। একপ্রকার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। প্রকাশ্যে রীতিমতো ঘুষ দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। আর তারপরেই ফের হইচই!
EiSamay.Com Elon new


ঠিক কী ঘটেছে?
দীর্ঘদিন ধরে এক Elon Musk এর ব্যক্তিগত জীবনের উপর নজরদারি চালাচ্ছিলেন একজন স্কুল পড়ুয়া। শুধু Elon নয়, ওই পড়ুয়ার নজরদারির তালিকায় ছিল আরও অনেক VVIP। দীর্ঘদিনের চেষ্টার পর ওই পড়ুয়া হ্যাকারকে Twitter-এ ধরে ফেলেন Elon। ব্যাস আর যায় কোথায়? নজরদারি চালানো বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয় SpaceX CEO-র তরফে।

ওই পড়ুয়ার বয়স 19 বছর। নাম Jack Sweeney। Sweeney যে Twitter অ্যাকাউন্টটি হ্যান্ডেল করে তার নাম Elon Musk's Jet (@ElonJet)।

নজরদারি বন্ধ করতে কী প্র্স্তাব দিয়েছেন Elon Musk?

তাঁর ব্যক্তিগত জীবনের উপর এবং তাঁর প্রাইভেট জেটের উপর নজরদারি বন্ধ করতে 5,000 মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় অঙ্কে যা প্রায় 3 লাখ টাকারও বেশি। তিনি বলেন ওই টাকা নিয়ে নজরদারি যেন পুরোপুরি বন্ধ করা হয়।


Sweeney-র কী বক্তব্য?
Sweeney ওই প্রস্তাব সরাসরি নাকচ করেছে। সে পালটা 50 হাজার মার্কিন ডলার দাবি করেছে। ভারতীয় অঙ্কে যা প্রায় 37 লাখ টাকারও বেশি। তাঁর বক্তব্য ওই টাকা দিয়ে সে স্কুলের পড়ার খরচ চালাবে এবং একটি Tesla গাড়ি কিনবে।

অনলাইন নিউজ ওয়েবসাইট Protocol অনুযায়ী Sweeney মোট 15টি Flight Tracking twitter অ্যাকাউন্ট খুলেছে। তারমধ্যে Elon Musk's Jet অ্যাকাউন্টটিও রয়েছে। এই অ্যাকাউন্টটির বিশেষত হল, একটি বিশেষ বট (bot) এই অ্যাকাউন্টগুলি আপডেট করে। কোথায় Elon musk এর প্রাইভেট জেট ল্যান্ড করল, কোথায় টেক অফ করল, কোন রুট দিয়ে যাচ্ছে সবকিছুই ট্রাক করতে পারে ওই bot। এছাড়াও Bill Gats এবং jeff Bezos এর প্রাইভেট জেটও ট্রাক করে সে। যদিও সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে ElonJet অ্যাকাউন্টে।


যদিও 27 জানুয়ারি @ElonJet এর তরফে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, "আমরা প্লেন ট্র্যাক করি। সেখানে কে বা কারা অনবোর্ড আছেন সে বি।য়ে

অন্য একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী Sweeney-র দাবি অনুযায়ী অর্থ দিতে রাজি হয়েছেন Elon Musk। যদিও এখনও টাকা পেমেন্ট করা হয়নি। পুরো বিষয়টি Twitter DM এর মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে ওই রিপোর্টে প্রকাশ।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল