অ্যাপশহর

প্রাইভেসি পলিসি না পোষালে WhatsApp ডিলিট করে দিন: হাইকোর্ট

Delhi High Court On WhatsApp Privacy Policy: প্রথম শুনানিতে এক্কেবারেই সন্তুষ্ট নন বিচারপতি সঞ্জীব সচদেব। 25 জানুয়ারি এই বিষয়ে শুনানির পরবর্তী ডেট দিয়েছেন তিনি।

EiSamay.Com 18 Jan 2021, 10:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না! কোম্পানির সেই বিতর্কিত প্রাইভেসি পলিসি নিয়েই দিল্লি হাইকোর্টে করা মামলার শুনানি হল সোমবার। আর তারপরই কোর্টের তরফে বলা হল, WhatsApp-এর প্রাইভেসি পলিসি না পোষালে, অ্যাপটি ফোন থেকে ডিলিট করে দিন। শুধু WhatsApp-ই নয়, মানুষের গোপনীয় তথ্য সংগ্রহ করছে সব অ্যাপই - এই মন্তব্যও এদিন করা হয় আদালতের তরফে।
EiSamay.Com WhatsApp


WhatsApp-এর এই নয়া পলিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করেন চিরাগ রোহিল্লা নামের এক ব্যক্তি। যদিও তাঁর সেই পিটিশনের ভিত্তিতে কোনও নোটিস জারি করেননি বিচারপতি সঞ্জীব সচদেব। 25 জানুয়ারি আবারও এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। সোমবার শুনানি চলাকালীন বিচারপতি সচদেব বলেন, 'আবেদনকারী চাইলেই অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন।' পাশাপাশিই কোন কোন তথ্য Facebook-এর সঙ্গে WhatsApp শেয়ার করতে চলেছে সেই প্রশ্নও করেন তিনি।

উত্তরে আবেদনকারীর আইনজীবী জানান, WhatsApp মূলত গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে সব তথ্য সংগ্রহ করে, সেগুলিরই বিশ্লেষণ করে Facebook-কে জানানো হবে। আর আইনজীবীর এহেন ব্যখ্যায় এক্কেবারেই সন্তুষ্ট হননি বিচারপতি সচদেব। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও খুঁটিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, বলে আইনজীবীকে সোজা জানিয়ে দেন বিচারপতি।

'আপনাদের গোপনীয়তা রক্ষা করতে আমরা দায়বদ্ধ'! গ্রাহককূলের মানভঞ্জনে WhatsApp-এর Status
এদিকে আবার WhatsApp-এর পক্ষে আদালতের সওয়াল-জবাব পর্ব সামলান মুকুল রোহতাগি। তাঁর কথায়, 'গত পাঁচ বছরে WhatsApp-এর পলিসিতে কোনও বদল হয়নি। এখনও হচ্ছে না। কেবল বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি কোনও চ্যাটের পলিসি বদলাতে চলেছে।' রোহতাগি আশ্বাস দিয়েও জানান যে, ইউজারদের ব্যক্তিগত কথাবার্তা গোপনই থাকবে।

চাপের মুখে নতুন Privacy Policy স্থগিত করল WhatsApp
অন্য দিকে আবেদনকারীর আবেদনকারীর তরফে দাবি করা হয়, এ দেশের সংবিধান ভারতীয়দের যে গোপনীয়তার অধিকার দিয়েছে, সেটি ভঙ্গ করছে WhatsApp। পিটিশনে আরও বলা হয়েছে যে, 8 ফেব্রুয়ারির মধ্যে এই প্রাইভেসি পলিসি ব্যবহারকারীদের মানতেই হবে। যদিও WhatsApp-এর প্রাইভেসি পলিসির এই সময়সীমা যে পিছিয়ে গিয়েছে, তা পিটিশনে জানানো হয়নি। কারণ দিল্লি হাইকোর্টে এই আবেদন আগেই করেছিলেন চিরাগ রোহিল্লা। তার হাতে গোনা কয়েক দিন পরই প্রাইভেসি পলিসি আপডেটের সময়সীমা স্থগিত করে WhatsApp।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল