অ্যাপশহর

কোভিড টিকার দাম থেকে স্লট বুকিং এবার Google Search-এ, জাস্ট এক ক্লিকেই!

Covid 19 Vaccination Google Search: কোভিড টিকাকরণ নিয়ে ভারতীয়দের যাবতীয় সমস্যার দূরীকরণে এবার এগিয়ে এল গুগল। এবার থেকে Google Search, Google Maps এবং Google Assistant কোভিড টিকার উপলব্ধতা থেকে শুরু করে দাম, স্লট বুকিং-সহ যাবতীয় প্রশ্নের উত্তর দেবে।

Lipi 2 Sep 2021, 5:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত বছর করোনা অতিমারি শুরুর পর থেকেই সরকারের সঙ্গে হাত মিলিয়ে একাধিক বার বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল Google। প্রথমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও পরে দ্রুত টিকাকরণে দেশের মানুষকে সাহায্য করছে এই টেক জায়ান্ট। গোটা দেশে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পরেই Google Maps সব ভ্যাকসিনেশন সেন্টারও দেখাতে শুরু করেছিল। সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছিল Google। সম্প্রতি, ভ্যাকসিন নিয়ে আরও বেশি তথ্য দেখানোর ঘোষণা করল মার্কিন এই সার্চ ইঞ্জিন কোম্পানিটি।
EiSamay.Com Google Search


বুধবার Google এর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই Google Search, Google Assistant ও Google Maps এর মাধ্যমে দেশের 13,000 ভ্যাকসিনেশন সেন্টার সম্পর্কে আরও বেশি তথ্য দেখা যাবে। কোন ভ্যাকসিন সেন্টারে কত স্লট ফাঁকা রয়েছে, ভ্যাকসিনের কোন ডোজ দেওয়া হচ্ছে, সম্ভাব্য ভ্যাকসিনের দাম ও ভ্যাকসিন স্লট বুক করার জন্য CoWin পোর্টালের লিঙ্ক -- এই সব কিছু এবার Google থেকেই জেনে নেওয়া যাবে।

ইংরেজি ছাড়াও আটটি আঞ্চলিক ভাষায় গ্রাহকরা সার্চ করতে পারবেন। এই ভাষাগুলি হল হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাটি এবং মরাঠি। Google এর পক্ষ থেকে আরও বলা হচ্ছে, ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে গোটা দেশের আরও বেশি ভ্যাকসিনেশন সেন্টার সম্পর্কে নতুন তথ্য দেখানোর কাজও শিগগিরই আরম্ভ হবে।

কোভিড টিকার স্লট বুকিং এবার WhatsApp এই! সহজ পদ্ধতি জেনে নিন...
গুরুত্বপূর্ণ এই বিষয়ে ভারতে Google সার্চের ডিরেক্টর হেমা বুদারাজু বলছেন, 'মানুষ অতিমারি সম্পর্কে আরও বেশি তথ্য জানতে চাইছেন। ভারতের প্রতিটা নাগরিককে আশপাশের খবর আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনে Google এর সব প্ল্যাটফর্মেই আমরা নিখুঁত ও সময়মত তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব।'

এই 10 পরিষেবায় এখন আধার কার্ড বাধ্যতামূলক, দেখুন সম্পূর্ণ তালিকা
মাস খানেক আগেই দেশের 2,500 টেস্টিং সেন্টার Search ও Maps এর মধ্যে দেখানো শুরু করেছিল Google। এবার গোটা দেশের 23,000 ভ্যাকসিনেশন সেন্টারের তথ্য দেখাবে Google। মূলত, ইংরেজি-সহ আরও আটটি আঞ্চলিক ভাষায় এই তথ্য দেখা যাবে। এছাড়াও, Google এর তরফে আরও জানানো হয়েছে, YouTube-এ সব তথ্য সাজিয়ে একটি প্লে লিস্ট তৈরি করা হয়েছে। সেখানে ভ্যাকসিন, কোভিড সংক্রমণ ও কোভিড রোগীদের যত্ন নেওয়া সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত দেখে নেওয়া যাবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল